‘তাসকিন-সানির নিষেধাজ্ঞা আমাদের জন্য বড় হতাশার’
প্রায় এক মাসের বিশ্বকাপ মিশন শেষে রোববার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিছুটা সফলতা, কিছুটা হতাশার মিশেল ছিল তাদের এই দীর্ঘ সফরে। তবে পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় হতাশার ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে এসে পৌঁছে সকাল সোয়া ৯টার দিকে। পরে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘এ আসরে আমাদের অনেক ইতিবাচক দিক ছিল। তবে সবচেয়ে হতাশার বিষয় ছিল তাসকিন-সানির ওপর নিষেধাজ্ঞা। বিশেষ করে তাসকিনের ওপর নিষেধাজ্ঞা আমাদের দলের ওপর অনেকখানি প্রভাব ফেলেছে। বলা যেতে পারে, তাঁকে হারিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’
তার পরও তাসকিনকে খেলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল বলেও জানান মাশরাফি, ‘মূলত তাসকিনের সমস্যা ছিল বাউন্সারে। তাই আমরা তাঁকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কারণ যে বাউন্সারে তাঁর সমস্যা, তা না করলেই হতো। এর জন্য অনেক চেষ্টাও করেছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি।’
তাসকিন দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘তাসকিনের ওপর নিষেধাজ্ঞায় শুধু আমরাই নয়, অনেক সাবেক ক্রিকেটারই অবাক হয়েছেন। সে যে নিষিদ্ধ হবে, আসলে আমরা ভাবতেই পারিনি। আশা করছি, সে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’