টিম কম্বিনেশন ঠিক রাখতেই নাসিরকে খেলানো হয়নি
এ বছর সর্বসাকল্যে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অলরাউন্ডার নাসির হোসেন। কিছুদিন আগে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে। এর পর থেকে আর একাদশে নেই তিনি।
বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের একটি ম্যাচও খেলতে পারেননি নাসির। তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি।
এর ব্যাখ্যা দিয়েছেন খোদ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নাসিরের না খেলা সম্পর্কে তিনি বলেন, ‘একটা একাদশ গঠন কারো একার সিদ্ধান্ত নয়। অনেকে মিলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি মনে করি টিম কম্বিনেশন ঠিক রাখতেই তাঁকে (নাসির) খেলানো হয়নি।’
নাসির সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি নাসির অবশ্যই একজন ভালো মানের খেলোয়াড়। তবে তাঁর নিজের খেলার প্রতি আরো মনোযোগী হতে হবে। বাংলাদেশ দলকে আরো অনেক দিন সার্ভিস দেওয়ার মতো যোগ্যতা তাঁর রয়েছে। আমি বিশ্বাস করি সে আরো অনেকদিন খেলে যাবে।’
নাসিরকে না খেলানো সম্পর্কে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘কন্ডিশন, প্রতিপক্ষ ও উইকেটের বিষয়গুলো মাথায় রেখেই নাসিরকে খেলানো হয়নি। তা ছাড়া আমাদের মনে হয়েছে, তাঁর জায়গায় শুভাগত হোম আরো ভালো অলরাউন্ড পারফরম্যান্স দিতে পারবে।’