দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের জয়
বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অনুপ্রেরণাদায়ী জয় পেয়েছে জাতীয় ফুটবল দল। রোববার বিকেএসপিতে বাংলাদেশ ৩-১ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে।
এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী ক্লাবের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক জাহিদ হাসান এমিলি। দলের তিন গোলের দুটোই এই তারকা স্ট্রাইকারের। অন্য গোলটি ছিল আত্মঘাতী। শেখ জামালের সান্ত্বনাসূচক গোলটি করেন হাইতির স্ট্রাইকার নিওনেল।
এই ম্যাচে শেখ জামাল ছয় বিদেশি ফুটবলারকে মাঠে নামিয়েও জাতীয় দলকে জয়বঞ্চিত করতে পারেনি। দলটির ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, ‘আমাদের ১৪ জন খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে আছে। তাই বিদেশিদের ওপর নির্ভর করতে হয়েছে আমাদের।’
আগের ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের র্ভ্ৎসনা সইতে হয়েছিল জাতীয় দলকে। সেই দলকেই রোববার দেখা গেছে উজ্জীবিত চেহারায়। খেলা শেষে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘প্রস্তুতি ম্যাচ হলেও প্রত্যেকেই খুব ভালো খেলেছে। বিশেষ করে এমিলি নামের প্রতি সুবিচার করে খুব ভালো খেলেছে। এই জয় বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য দলকে প্রেরণা জোগাতে পারে। ’
সোমবার সিলেটের উদ্দেশে জাতীয় দলের ঢাকা ছেড়ে যাওয়ার কথা। ২৯ জানুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।