বিশ্ব মিডিয়ায় মাশরাফির বক্তব্যের বিকৃতি
বাংলাদেশ ক্রিকেট দলকে ইদানীং মাঠের বাইরের ‘শত্রু’র সঙ্গেই বেশি লড়তে হচ্ছে যেন! টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে তাসকিন আহমেদ আর আরাফাত সানির মতো দুই গুরুত্বপূর্ণ বোলারের অ্যাকশন অবৈধ ঘোষণা দিয়ে যে লড়াইয়ের শুরু। এই ঘোষণার পেছনে ষড়যন্ত্রর গন্ধ খুঁজে পাচ্ছেন বাংলাদেশের বহু ক্রিকেটপ্রেমী। এবার বাংলাদেশের ‘পেছনে’ লেগেছে কয়েকটি বিখ্যাত সংবাদমাধ্যম। মাশরাফি বিন মুর্তজার বক্তব্য বিকৃত করে বাংলাদেশকে অপদস্থ করার মিশনেই যেন নেমেছে তারা!
রোববার দেশে ফেরার পর টুর্নামেন্টের মাঝপথে তাসকিন-সানিকে হারানোর হাহাকার শোনা গেছে মাশরাফির কণ্ঠে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে হতাশার বিষয় ছিল তাসকিন-সানির ওপর নিষেধাজ্ঞা। বিশেষ করে তাসকিনের নিষেধাজ্ঞা আমাদের দলের ওপর অনেকখানি প্রভাব ফেলেছে। তাকে হারিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’
অথচ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিকৃত করে প্রচার করেছে মাশরাফির এই বক্তব্য। তাদের দাবি, মাশরাফি নাকি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কড়া সমালোচনা করেছেন! ভারতের এনডিটিভি লিখেছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের জন্য মাশরাফি মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।’ আরব আমিরাতের গালফ টুডের বক্তব্যও অনেকটা একই রকম, ‘বাংলাদেশের বিদায়ের জন্য বোলারদের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মুর্তজা।’ ভারতের স্টার স্পোর্টস আর দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টের অনলাইন সংস্করণেও একই অভিযোগ আনা হয়েছে মাশরাফির বিরুদ্ধে।
শুধু মাশরাফি নয়, বাংলাদেশের বিরুদ্ধেই এটা হয়তো নতুন কোনো ষড়যন্ত্র!