রায়নার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ!
সময়টা ভালো কাটছে না সুরেশ রায়নার। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই নিষ্প্রভ হয়ে আছেন ভারতের এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এরই মধ্যে আবার ম্যাচ পাতানোর একটি অভিযোগও নতুন করে উঠেছে রায়নার বিরুদ্ধে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে এই ধরনের অভিযোগের কারণে বাড়তি চাপের মুখে পড়তে পারেন এই ভারতীয় ক্রিকেটার।
রায়নার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগটা অবশ্য অনেক পুরোনো। ২০১০ সালে এশিয়া কাপের সময় শ্রীলঙ্কায় গিয়ে সন্দেহের মুখে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁকে দেখা গিয়েছিল এক নারীর সঙ্গে।
সেই নারী খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন জুয়াড়িদের সঙ্গে। এ বিষয়ে তখন একটি তদন্তও শুরু করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পরে আবার সেই ব্যাপারটি সামনে এনেছেন শ্রীলঙ্কার সংসদ সদস্য এস এম মারিক্কার। দেশটির সংসদে প্রসঙ্গটি উত্থাপন করে তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানতে চেয়েছেন তিনি।
২০১০ সালে রায়নার সন্দেহজনক গতিবিধি সম্পর্কে জানিয়ে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজারের কাছে একটি চিঠিও লিখেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তৎকালীন নিরাপত্তা পরামর্শক লরেন্স ফার্নান্দো।
সেই চিঠিটি ছাপাও হয়েছিল শ্রীলঙ্কার গণমাধ্যমে। তবে এ বিষয়ে পরে আর কিছুই জানা যায়নি। পুরোনো এই অভিযোগ নতুন করে উঠে আসায় আবারও তদন্তের মুখে পড়তে হতে পারে রায়নাকে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে মাত্র ৪১ রান করেছেন রায়না। বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।