নাসির প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন নাসির হোসেন। সেটিও নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে। প্রথম একাদশে নাসিরকে দেখা যাচ্ছে না কেন, এই প্রশ্ন বেশ জোরেসোরেই উঠেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। এ নিয়ে কিছু গুজবও ছড়িয়েছিল। নাসিরের বান্ধবী, ফোনসংখ্যা ইত্যাদি নিয়ে নাকি কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান। কিন্তু বিসিবি সভাপতি স্পষ্টভাবেই জানিয়ে দিলেন যে, এগুলো শুধুই গুজব। এ জাতীয় কোনো কথাই তিনি বলেননি।
নাসিরকে কেন বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলানো হয়নি, সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিছু গণমাধ্যম ছড়িয়েছিল বিভ্রান্তিকর তথ্য। বিসিবি সভাপতি নাজমুল হাসান নাকি বলেছিলেন যে, নাসিরের আশির বেশি বান্ধবী আছে, তিনি ১২টি মোবাইল ফোন নিয়ে ঘোরেন। শৃঙ্খলা ভঙ্গ করেন। তবে এ জাতীয় কোনো কথাই নাকি বলেননি নাজমুল। সম্প্রতি বিষয়টি আবারও তাঁর সামনে আনা হলে তিনি অবাক হয়ে বলেছেন, ‘নাসিরের এই জিনিসটা আসল কোত্থেকে? ওই ধরনের কোনো বক্তব্য আমি কোনো মিডিয়াতে বা কোথাও বলেছি, আমার মনেই পড়ছে না। ওকে নিয়ে এ রকম কিছু বলা বা লেখার প্রশ্নই ওঠে না। আমি যেটা আনুষ্ঠানিকভাবে না বলি, সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করাটা ঠিক না। এটা ক্রিকেটের জন্যই ক্ষতিকর।’
বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে থাকলেও এ বছর নাসির খেলতে পেরেছেন মাত্র দুটি ম্যাচ। এশিয়া কাপের সবগুলো ম্যাচে মাঠের বাইরে থাকার পর ফাইনালে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। সেই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি নাসিরকে। বল হাতে তিন ওভার বোলিং করে দিয়েছিলেন ২২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে করেছিলেন তিন রান। পরে দুই ওভার বল করে ২৪ রানের বিনিময়ে নিয়েছিলেন একটি উইকেট।
নাসির প্রসঙ্গ ছাড়াও বিসিবি সভাপতি কথা বলেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোলিং কোচ হিথ স্ট্রিকের ভবিষ্যৎ নিয়ে। তাঁদের চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বিসিবি উদ্যোগী হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান।