ইডেন গার্ডেনসে টিকেট বিক্রির হিড়িক
ভারত সেমিফাইনালে জিতে গেলেই আজ টিকেটের জন্য হাহাকার পড়ে যেত কলকাতায়। কয়েকগুণ বেশি দামেও ফাইনালের টিকেট কিনতে দ্বিধা করত না বহু মানুষ। কিন্তু ‘টিম ইন্ডিয়া’ হেরে যাওয়ায় ফাইনাল নিয়ে কলকাতার অনেকেরই আগ্রহ নেই। বরং অনেক কষ্টে কেনা টিকেট বিক্রি করতেই অনেকে আগ্রহী।
তবে কাজটা সহজ হচ্ছে না মোটেই। রাজু নামে ইডেন গার্ডেনসের এক গ্রাউন্ডসকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘আমি বেশ কয়েকজনকে তাদের টিকেট বিক্রির চেষ্টা করতে দেখেছি। তবে অনলাইনে কেনার কারণে হুট করে টিকেট বিক্রি করা খুব কঠিন।’
গত বৃহস্পতিবার ফ্লাইওভার ধসে বহু মানুষের হতাহতের ঘটনায় এমনিতেই পুরো কলকাতা শোকাহত। তার ওপরে শিরোপা লড়াইয়ে ভারত নেই। ফাইনালে তাই ইডেনের গ্যালারি ফাঁকা থাকার যথেষ্ট আশঙ্কা। অবশ্য সব কলকাতাবাসী যে ফাইনাল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তা নয়। ইমরান আহমেদ ও সঞ্জীব মণ্ডল যেমন প্রিয় দলের বিদায়ের শোক বুকে চেপে রেখেই ফাইনাল দেখবেন। ফাইনালে দুজনেই ইংল্যান্ডের সমর্থক। ইংল্যান্ডকে সমর্থন দেওয়ার পেছনে সঞ্জীবের ব্যাখ্যা, ‘অবশ্যই আমরা ভারতকে সমর্থন করতাম। তবে তারা বিদায় নেওয়ায় আমাদের অন্য দল বেছে নিতে হচ্ছে। আর আমরা বেছে নিয়েছি ইংল্যান্ডকে। আমরা তাদের খেলোয়াড়দের পছন্দ করি। পছন্দ করি জেসন রয়, জো রুট আর ওয়েন মর্গানকে।’ সঞ্জীবের বন্ধু ইমরানের মুখেও একই কথা, ‘ভারতের অনেক মানুষ হয়তো ক্রিস গেইলের জন্য ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করবে। তবে আমরা তাদের দলে নেই। আমরা চাই ইংল্যান্ড জিতুক।’
ইমরানের মন্তব্যের সত্যতা প্রমাণ করে অমিত দাস নামের এক ট্যাক্সিচালক জানিয়েছেন, ‘ভারতের বিদায়টা ভীষণ হতাশাজনক। এখন আমরা আশা করছি ঝড়ো ব্যাটিং দিয়ে ইডেনকে উত্তাল করে তুলবেন গেইল। তিনি একসময় কেকেআরের পক্ষে খেলেছিলেন। আমরাও তাই উইন্ডিজের সঙ্গেই আছি।’
আইপিএলে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্সের পক্ষে একসময় খেললেও বর্তমানে গেইলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।