শেন ওয়ার্নকে পুরস্কার উৎসর্গ করে স্যামুয়েলসের জবাব
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজের ম্যাচসেরা হওয়ার পুরস্কারটি অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার শেন ওয়ার্নকে উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।
গতকাল রোববার রাতে বিশ্বকাপের পুরস্কার বিতরণীর সময় ম্যাচসেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কার নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কথা বলেন স্যামুয়েলস।
৬৬ বলে ৮৫ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন স্যামুয়েলস। নিজের এই পুরস্কার উৎসর্গ করে তিনি বলেন, ‘আজ সকালে ঘুম ভাঙার পর থেকে মাথার ভেতর একটা চিন্তাই ঘুরছিল। শেন ওয়ার্ন ক্রমাগত কথা বলে যাচ্ছিলেন এবং আমি বলতে চাইছিলাম যে এটা (পুরস্কার) শেন ওয়ার্নের জন্য। আমি মাইক্রোফোনে নয়, ব্যাট দিয়ে জবাব দিয়েছি।’
কমেন্ট্রি বক্স থেকে প্রায় সময়ই মারলস স্যামুয়েলসের প্রতি নানা ধরনের সমালোচনা করেছেন শেন ওয়ার্ন। এর কোনো কোনোটা ছিল ভীষণ তির্যক।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এর জবাব দিয়েছেন স্যামুয়েলস। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় একবার একটি টেস্ট সিরিজ খেলেছিলাম। সে সময়ই প্রতিদিনই আমাকে নিয়ে শেন ওয়ার্নের কোনো না কোনো সমস্যা হতো। অথচ আমি কখনো তাঁকে অসম্মান করিনি। জানি না, তিনি কেন এমন করতেন।’
শেন ওয়ার্ন ও মারলন স্যামুয়েলসের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্বের একটা লম্বা ইতিহাস আছে। দ্বিতীয় বিগ ব্যাশ লিগ থেকেই এই দ্বন্দ্বের নোংরা চেহারা চোখে পড়তে থাকে।
সে সময় মেলবোর্ন স্টারস দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। এক ম্যাচের প্রথম ইনিংসে রান নেওয়ার সময় ডেভিড হাসের পোশাক টেনে ধরেন স্যামুয়েলস। পরের ইনিংসে স্যামুয়েলসের বাহু লক্ষ্য করে বল ছুড়ে মারেন ওয়ার্ন। জবাবে নিজের ব্যাট ছুড়ে মারেন স্যামুয়েলস। তাঁদের সেই ঝগড়া কথাকাটাকাটির পর্যায়ে চলে যায়। ম্যাচ চলাকালেই মাঠের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। একপর্যায়ে স্যামুয়েলসের পোশাক ধরেই টান দেন ওয়ার্ন।
এদিকে, টি-টোয়েন্টির সেমিফাইনালে ভারতের বিপক্ষে খারাপ শট খেলে আউট হওয়ার পর স্যামুয়েলসের ব্যাটিং টেকনিক নিয়ে মন্তব্য করেন ধারাভাষ্যকার হিসেবে কর্মরত শেন ওয়ার্ন।
এসব কিছুর মিলিত ক্ষোভ যেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে উগড়ে দিলেন স্যামুয়েলস। তাই নিজের পুরস্কারটা শেন ওয়ার্নকেই উৎসর্গ করলেন তিনি।
অবশ্য নিজের টুইটার অ্যাকাউন্টে স্যামুয়েলসকে অভিনন্দন জানিয়েছেন শেন ওয়ার্ন। নিজের টুইটে তিনি লেখেন, ‘দারুণ ফাইনাল উপহার দেওয়ার জন্য দুই দলকেই অভিনন্দন। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো করেছে। ব্রেথওয়েট ও মারলন খুব ভালো খেলেছে। এবার তোমরা কিছু নাচ দেখাও, হা হা হা।’
দেখুন স্যামুয়েলস আর শেন ওয়ার্নের দ্বন্দ্ব শুরুর সেই ভিডিওটি :