উসাইন বোল্টের ‘চ্যাম্পিয়ন ড্যান্স’
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজে আজ বাঁধভাঙা উচ্ছ্বাস। ক্যারিবিয়ানের ছোট-বড় অজস্র দ্বীপের মানুষ মেতে উঠেছে আনন্দে। সেই আনন্দে শামিল উসাইন বোল্টও। রোববার রাতে কলকাতার ইডেন গার্ডেনসে কার্লোস ব্রেথওয়েটের ছক্কাখচিত জয়ের পরই উৎসবে মেতে ওঠেন তিনি। ক্যারিবীয়দের আমুদে চরিত্রের সঙ্গে মিল রেখে বিশ্বের দ্রুততম মানবের উদযাপনও ছিল ‘নাচে গানে ভরপুর’!
জ্যামাইকার মানুষ বোল্ট ভীষণ ক্রিকেটের ভক্ত। ক্রিস গেইলের ঘনিষ্ঠ বন্ধুও তিনি। তাই ওয়েস্ট ইন্ডিজের সাফল্যে নিজেকে ধরে রাখতে পারেননি। নিজের উদযাপনের ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও।
ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গানটি গেয়ে, খালি গায়ে নেচেছেন বোল্ট। মুখে ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রশস্তি। গেইল-ব্রাভো-ব্রেথওয়েট-স্যামুয়েলসদের চ্যাম্পিয়ন বলে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অলিম্পিকে ছয়টি ও বিশ্ব অ্যাথলেটিকসে ১১টি স্বর্ণবিজয়ী। কখনো জগিংয়ের ঢঙে নেচেছেন, কখনো বা ‘ট্রেডমার্ক’ অদৃশ্য ধনুক ছোড়ার ভঙিতে আনন্দে ভেসে গেছেন বোল্ট। তাঁর পেছনে টিভিতে তখন ক্যারিবীয়দের শিরোপা-উৎসবের দৃশ্য।
জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯ রান। অনেকের মতো বোল্টও তখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ব্রেথওয়েটের অবিশ্বাস্য চার ছক্কায় শিরোপা এলেও তা বিশ্বাস করতেই যেন কষ্ট হচ্ছিল জ্যামাইকার গতি-দানবের। ইনস্টাগ্রামে নিজের নাচের সঙ্গে তিনি লিখেছেন, ‘অমন শেষ ওভারের জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন। ওয়েল ডান টিম। ক্যারিবিয়ানে এমন আনন্দদায়ক ঘটনা ঘটেই চলুক।’