র্যাংকিং ধরে রাখলেও রেটিংয়ে বাংলাদেশের অবনতি
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের রেটিং ছিল ৭৬। আর র্যাংকিংয়ে দশম স্থানে ছিল তারা। বিশ্বকাপ শেষে বাংলাদেশের অবস্থান ঠিক থাকলেও রেটিং কিছুটা কমেছে। বাংলাদেশের রেটিং এখন ৭৪।
গতকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। সোমবার নতুন করে টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভারত শীর্ষস্থান ধরেই রেখেছে!
নিজেদের অবস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আছে দ্বিতীয় স্থানে। আর সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়া নিউজিল্যান্ড আছে তৃতীয় স্থানে।
অবশ্য রানার্সআপ ইংল্যান্ডের র্যাংকিংয়ে বেশ উন্নতি হয়েছে। সাত নম্বর থেকে তারা এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকা পঞ্চম, অস্ট্রেলিয়া ষষ্ঠ, পাকিস্তান সপ্তম, শ্রীলঙ্কা অষ্টম ও আফগানিস্তান নবম স্থানেই আছে।
বিশ্বকাপের সুপার টেনে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে একটি ম্যাচে হারিয়ে নবম স্থানটা ধরেই রেখেছে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তান। বাংলাদেশ সুপার টেনে একটি ম্যাচেও জিততে না পেরে তাদের পরেই রয়েছে।