ওয়েস্ট ইন্ডিজের জয় সম্পর্কে যা বললেন কার্টলি অ্যামব্রোস
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং কোচ কার্টলি অ্যামব্রোস। নিজে খেলোয়াড় হিসেবে কখনো বিশ্বকাপ জেতেননি। তাতে কী হয়েছে? কোচ হিসেবে জয়ের আনন্দ কম নয় কি? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন নানা তথ্য। এনটিভি অনলাইনের পাঠকের জন্য সেই সাক্ষাৎকারটির অনুবাদ করা হলো।
প্রশ্ন : মাঠে এবং মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজ দলকে অনেক কিছু সহ্য করতে হয়েছে...
কার্টলি : হ্যাঁ। এই প্রতিকূলতাই আমাদের একটি দল হিসেবে কাজ করতে সাহায্য করেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কিছু সমস্যা ছিল, যার কথা রোববার রাতেই বলেছেন ড্যারেন স্যামি। আমি এর বেশি কিছু বলতে চাই না। টুর্নামেন্টের শুরুতে, অনেকেই আমাদের জয়ী হওয়ার সুযোগ দিতে চাননি। কিন্তু আমরা সবাই একতাবদ্ধ হয়ে জ্বলে উঠেছি। আমাদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস ছিল এবং কোনো পর্যায়েই আমরা হাল ছেড়ে দিইনি। এর আগে বাংলাদেশে আমাদের অনূর্ধ্ব-১৯ দলের সাফল্য এবং ফাইনালের দিন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের সাফল্যও আমাদের অনুপ্রাণিত করেছে।
প্রশ্ন : কঠিন সময় মোকাবিলা করতে এই জয় দলকে কতটুকু সাহায্য করবে?
কার্টলি : এই জয় প্রতিটি ক্যারিবীয় সমর্থকের জন্য দারুণ প্রেরণা নিয়ে এসেছে। প্রতিটি বৈঠকে আমাদের সব কথার মূলে ছিল কীভাবে জিততে হবে। তা ছাড়া এ টুর্নামেন্টের জন্য যে দলটি বাছাই করা হয়েছিল, তাদের পক্ষে নিজেদের সাধ্যের বাইরে গিয়েও খেলা সম্ভব ছিল। একটি ভালো দল, যাকে নেতৃত্ব দিচ্ছেন একজন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক, তার জন্য লক্ষ্যে পৌঁছানো কঠিন নয়।
প্রশ্ন : এই পুরো পরিকল্পনার সঙ্গে ড্যারেন স্যামির ভূমিকা সম্পর্কে আমাদের বলুন।
কার্টলি : ড্রেসিংরুমে দারুণ শৃঙ্খলা নিয়ে এসেছেন স্যামি। আমরা একটা টিমে পরিণত হয়েছি এবং এ জন্য সব প্রশংসা সৃষ্টিকর্তার। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ থেকেই স্যামি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাই তিনি খুব ভালো করেই জানেন যে ভালো খেলার জন্য কী করতে হবে। তিনি একজন প্রেরণাদায়ী নেতা এবং দলের ভেতর ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছেন।
প্রশ্ন : আপনি কি মনে করেন যে ব্রাফেটকে ম্যাচসেরার পুরস্কারটা দেওয়া উচিত ছিল?
কার্টলি : স্যামুয়েলস ও ব্রাফেট দুজনেই দারুণ ব্যাট করেছেন। তবে স্যামুয়েলস ইনিংসটাকে খুব সুন্দর করে শেষের দিকে টেনে নিয়ে গেছেন। অন্যদিকে ব্রাফেট তাঁর খেলাও খুব সুন্দর করে শেষ করেছেন। তবে আমার জন্য, দলের প্রতিটি খেলোয়াড়ই একেকজন ম্যান অব দ্য ম্যাচ। যাঁরা নিজ নিজ জায়গা থেকে জয়ের ব্যাপারে ভূমিকা রেখেছেন।
প্রশ্ন : আপনার কি মনে হয়, জয়ের লক্ষ্যে খেলতে নেমে কিছু সময়ের জন্য জয় হাতছাড়া হয়ে যাচ্ছিল?
কার্টলি : একমুহূর্তের জন্যও নয়। আর এটাই আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমরা জানতাম, রানের লক্ষ্য পূরণ করার মতো যোগ্যতা আমাদের আছে। আর সেটাই হয়েছে। হ্যাঁ, এটা একটা কঠিন প্রতিযোগিতা ছিল এবং আমরা তাতে জয়ী হয়েছি।
প্রশ্ন : টুর্নামেন্ট চলাকালে আপনি কি ধারণা করেছিলেন যে শেষ পর্যন্ত জয় আপনাদেরই হবে?
কার্টলি : ভারতের বিপক্ষে জয় দলের জন্য ভীষণ অনুপ্রেরণার। ভারতের মতো ভালো দলের বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাসী করেছে। তবে যখন ইংল্যান্ডের মুখোমুখি হতে আমরা কলকাতায় আসি, তখন থেকেই আমরা প্রস্তুত ছিলাম।