রোনালদোর লাল কার্ড, রিয়ালের কষ্টের জয়
ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে পারছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ওদিকে তাঁর দলের সামনে পয়েন্ট হারানোর আশঙ্কা। হঠাৎ মাথা গরম করে বসলেন রিয়াল মাদ্রিদের তারকা, প্রতিপক্ষের ডিফেন্ডারকে লাথি মেরে লাল কার্ড দেখলেন। লা লিগায় রোনালদোর লজ্জার ম্যাচে রিয়ালকে শেষ পর্যন্ত পয়েন্ট নষ্ট করতে হয়নি। শনিবার কর্দোবার মাঠ থেকে অতিকষ্টে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।
ম্যাচের তৃতীয় মিনিটেই আলজেরিয়ান স্ট্রাইকার নাবিল গিলাসের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ২৭ মিনিটে করিম বেনজেমার গোলে সমতা নিয়ে আসে স্প্যানিশ লিগের রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা।
এর পরই রিয়াল-ভক্তদের জয়সূচক গোলের প্রতীক্ষা শুরু। ৮২ মিনিটে কর্দোবার ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদিমার ফ্রাগাকে লাথি মেরে রোনালদোর লাল কার্ড দর্শন রিয়ালের শঙ্কা বাড়িয়ে দিয়েছিল। তবে ৮৯ মিনিটে গ্যারেথ বেলের সফল পেনাল্টিতে হাঁফ ছেড়ে বাঁচে কার্লো আনচেলত্তির দল।
তিন পয়েন্ট পেলেও একটা দুশ্চিন্তা উঁকি দিচ্ছে রিয়াল-শিবিরে। সরাসরি লাল কার্ড দেখার জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো। ম্যাচ শেষে কৃতকর্মের জন্য অনুতপ্ত ফিফা ব্যালন ডি’অরজয়ী টুইটারে লিখেছেন, ‘আজকের ম্যাচে হঠকারী আচরণের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। বিশেষ করে এদিমারের কাছে।’
রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে জয়ের জন্য তেমন দুর্ভাবনায় পড়তে হয়নি। ফরাসি স্ট্রাইকার আন্তইন গ্রিজম্যানের জোড়া গোলে ঘরের মাঠে রায়ো ভালেকানোকে সহজেই ৩-১ ব্যবধানে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার তিন শিরোপাপ্রত্যাশীর জয়ে পয়েন্ট টেবিলের প্রথম তিনটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। একটি করে ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ও আতলেতিকো ৪৭ ও ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।