‘বিসিসিআই বোঝাপড়ার ভিত্তিতে লাভবান হওয়ার সমিতি’
বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ক্রিকেট বোর্ড বিসিসিআই, এতে কোনো সন্দেহ নেই। সে কারণে পুরো ক্রিকেট বিশ্বে ভারতের এ বোর্ডের বেশ প্রভাবও রয়েছে। এই বোর্ডেরই ব্যাপক সমালোচনা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বলেছেন, ‘বিসিসিআই হলো বোঝাপড়ার ভিত্তিতে লাভবান হওয়ার সমিতি।’
মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ বিসিসিআইয়ের অর্থবণ্টন নিয়ে প্রশ্ন তুলেছেন।
দেশটির ২৯টি রাজ্যের মধ্যে ১১টি আঞ্চলিক ক্রিকেট বোর্ডের তহবিল একরকম শূন্য। সুপ্রিম কোর্ট জানতে চান, কেন এই রাজ্য সংস্থাগুলোকে ভিক্ষা করতে হবে? গত পাঁচ বছরে এই আঞ্চলিক সংস্থাগুলোকে কত টাকা দেওয়া হয়েছে তাও জানতে চান আদালত।
বিসিসিআইয়ের সমালোচনায় সুপ্রিম কোর্টের সেই বেঞ্চ আরো বলেন, ‘ক্রিকেটীয় অবকাঠামো উন্নয়নে বিসিসিআই গত এক বছরে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে ৪৮০ কোটি রুপি দিয়েছে। আর গত দুই দশকে আনুমানিক ২০০০ কোটি রুপি দেওয়া হয়েছে। কিন্তু এই টাকা কীভাবে ব্যয় হয়ে তা কি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে?’
অদক্ষতা ও অনিয়মের কারণে একটি কমিটি গঠন করা হয়। সেই লোধা কমিটি গেল জানুয়ারি মাসে প্রতিবেদন জমা দেয়। পাশাপাশি কিছু সুপারিশ ও পরামর্শ দেয়। সেগুলো মানতে বলা হয় বিসিসিআইকে। কিন্তু লোধা কমিটির সুপারিশ কিংবা পরামর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রীতিমতো অনিয়ম চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। তাই বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়।
এদিন আদালতে উপস্থিত আইনজীবী এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই বিসিসিআইয়ের একহাত নিয়ে নেন সুপ্রিম কোর্ট।