ঢাকা প্রিমিয়ার লিগেও নেই শাহাদাত
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তাঁর স্ত্রী জেসমিন জাহান গ্রেপ্তার হয়ছিলেন গত বছরের অক্টোবরে। জামিনে মুক্তি পেলেও এই ঘটনার সুরাহা হয়নি এখনো।
এই ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত শাহাদাতকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পারেননি তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজের তালিকাতেও তাঁর নাম নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা গেছে, প্লেয়ার বাই চয়েজের তালিকায় নাম না থাকায় ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না শাহাদাত।
গত বছর সেপ্টেম্বরে শরীর ও চোখের নিচে আঘাতের চিহ্নসহ ১১ বছর বয়সী গৃহকর্মী হ্যাপিকে রাজধানীর মিরপুরে উদ্ধার করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তাকে নির্যাতন করেছে। সেদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
এরপর সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে তাঁরা গ্রেপ্তারও হয়েছিলেন। মামলাটি এখন বিচারাধীন।