কাশ্মীরে ভক্তদের উষ্ণ ভালোবাসায় মাশরাফি
বাংলাদেশে তাঁর বিপুল জনপ্রিয়তা। স্বদেশে একনামে সবাই চেনে তাঁকে। তাই বলে কাশ্মীরেও যে তিনি এত জনপ্রিয়, তা ভাবতেও পারেননি মাশরাফি বিন মুর্তজা। ভূস্বর্গ নামে পরিচিত ভারতের পাহাড়ঘেরা রাজ্যটিতে বেড়াতে গিয়ে সাধারণ মানুষের প্রগাঢ় ভালোবাসা পেয়ে বিস্ময়াভিভূত বাংলাদেশের অধিনায়ক।
গত শনিবার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে কাশ্মীরে পৌঁছেছেন মাশরাফি। পরের দিন ঘুরতে বেড়িয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। একটা মাঠের পাশে কয়েকজন তরুণকে বসে থাকতে দেখে তাঁদের দিকে এগিয়ে যান ‘নড়াইল এক্সপ্রেস’। বাংলাদেশ অধিনায়ককে সামনে পেয়ে তরুণরাও অবাক।
বিস্ময়ের ঘোর কেটে যাওয়ার পর কাশ্মীরের তীব্র শীতে মাশরাফিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তরুণরা। মোটা জ্যাকেট, টুপি আর গ্লাভস পরা মাশরাফিও তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন সানন্দে।
কিছুক্ষণ কথাবার্তার পর তরুণদের অনুরোধে গ্লাভস খুলে দুয়েকটা বলও করেছেন তিনি। এরপর সাদা পোশাক পরা ক্রিকেটারদের সঙ্গে আরেক দফা করমর্দন। ছিল সেলফি-পর্বও। এ সময় একজন বলে বসলেন, ‘বাংলাদেশকে আমরা অনেক সমর্থন করি। এমনকি ভারতের বিপক্ষে খেলা হলেও পুরো কাশ্মীর বাংলাদেশকে সমর্থন করে।’
এমন নিখাদ ভালোবাসায় অভিভূত মাশরাফি। বাংলাদেশের অন্যতম সেরা পেসার রীতিমতো বিস্ময়ের সুরে বলেছেন, ‘এত সাপোর্টার তো আমি বাংলাদেশে দেখেছি, এখানে এতটা হবে আমি ভাবতে পারি নাই।’ পুরো ঘটনাটা ভিডিও করে ফেসবুকে আপলোড করেছেন মাশরাফির ভাই মোরসালিন।