একদিনের ক্রিকেট থেকে বিদায় হেরাথের
অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার আরেক অভিজ্ঞ ক্রিকেটার রঙ্গনা হেরাথ। বাঁহাতি এই স্পিনার বিদায় জানিয়েছেন সীমিত ওভারের ক্রিকেটকে। তবে টেস্ট ক্রিকেটটা অবশ্য আরো কিছুদিন খেলে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খুব বেশি খেলার সুযোগ পাননি হেরাথ। সর্বকালের অন্যতম সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের কারণে শ্রীলঙ্কার প্রথম একাদশে জায়গা পাওয়াটা বেশ কঠিনই ছিল তাঁর জন্য। কিন্তু ২০০১ সালে মুরালিধরনের বিদায়ের পর হেরাথের কাঁধেই ছিল লঙ্কানদের স্পিন আক্রমণের গুরুদায়িত্ব। অবশেষে নতুন ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এক বিবৃতিতে হেরাথ বলেছেন, ‘সব ক্রিকেটারকেই একটা সঠিক সময়ে এসে থেমে যেতে হয়। আমার মনে হয়েছে, এটাই অবসরের সেরা সময়, যেন ২০১৯ সালের বিশ্বকাপ সামনে রেখে নতুন খেলোয়াড়রা দলে জায়গা করে নিতে পারে।’
২০০৪ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ৭১টি ম্যাচ খেলে হেরাথ নিয়েছিলেন ৭৪ উইকেট। ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পেয়েছেন ১৮ উইকেট। টেস্ট ক্রিকেটে অবশ্য দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন হেরাথ। আর মাত্র তিনটি উইকেট নিতে পারলেই শ্রীলঙ্কার তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারবেন এই বাঁহাতি স্পিনার। ৬৭টি টেস্ট খেলে তিনি নিয়েছেন ২৯৭ উইকেট।