এবার প্রিমিয়ার লিগ মাতাতে চান সাব্বির
জাতীয় দলের হয়ে গত কিছুদিন বেশ ভালোই কেটেছে তাঁর। ঘরের মাঠে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সাব্বির রহমানের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। এবার ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান এই তরুণ মারকুটে ব্যাটসম্যান।
আগামী ২২ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ওয়ানডের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগ। এই আসরে সাব্বির খেলবেন গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের হয়ে।
অবশ্য গত মৌসুমে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্টই ভালো। ১১ ম্যাচে তিনটি অর্ধশতকে করেছিলেন ৪২১ রান।
এবার তাঁর লক্ষ্য শুধু নিজেকে মেলেধরাই নয়, দলকেও এনে দিতে চান শিরোপা। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ কালে সাব্বির বলেন, ‘আমাদের এখন মূল লক্ষ্য এবারের প্রিমিয়ার লিগের শিরোপা জেতা। সে জন্য প্রতিটি ম্যাচেই আমাদের ধারাবাহিকভাবে ভালো করতে হবে। আশা করছি আমরা এবারো সাফল্য পাব। অবশ্য গতবারও এই আসরের শিরোপা জিতেছিলাম আমরা।’
এবারের রেসে সাব্বির সঙ্গী হিসেবে পেয়েছেন তারকা পেসার রুবেল হোসেন, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শুভাগত হোমের মতো ক্রিকেটারদের। সঙ্গে যোগ দেবেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও।
তাই দলটাও বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। এ সম্পর্কে তাঁরকা ব্যাটসম্যান বলেন, ‘হ্যা, এটা ঠিক আমাদের এই দলটি বেশ ব্যালেন্সড। তবে সাফল্য পেতে হলে সবাইকেই সামর্থ্যের সেরাটুকু দিয়ে খেলতে হবে।’
শুধু দলই নয়, সাফল্য পেতে চান তিনি নিজেও, ‘গত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবারের প্রিমিয়ার লিগে। আমার দৃঢ় বিশ্বাস, চেষ্টা করলে ভালো কিছু করতে পারব।’