তামিমের সামনে মাশরাফি যখন সাংবাদিক
তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক বললেও ভুল বলা হবে না। মাশরাফি বিন মুর্তজার কথাই বলা হচ্ছে। যার অধিনায়কত্বে গত প্রায় প্রায় দেড় বছরে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ।
সেই মাশরাফি আবার সংবাদিক হলেন কখন! তাও আবার তামিমের সামনে। কথাটা শুনে যে কারো কাছেই খটকা লাগতে পারে। ক্রিকেট ছেড়ে তিনি কি তাহলে সংবাদিক বনে গেলেন?
না, বাস্তবে মাশরাফি সাংবাদিক হননি। তবে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের এক সংবাদ সম্মেলনে তাঁকে সাংবাদিকদের মতো করে প্রশ্ন করতে দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আবাহনী লিমিটেডের সংবাদ সাম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল সংবাদিকদের মুখোমুখি। বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। সেখানেই হাজির কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি। অল্প কিছুক্ষণ পর সাংবাদিক সেজে তামিমকে প্রশ্নও করে বসলেন বাংলাদেশ অধিনায়ক।
হঠাৎ মাশরাফি বলেন, ‘আমার দুটি প্রশ্ন আছে, প্রথমত আপনি কি আবাহনীর অধিনায়ক? আর দ্বিতীয়ত যদি অধিনায়ক হন, তাহলে তা কেমন এনজয় করছেন?
প্রথম প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘হ্যা, আমিই আবাহনীর অধিনায়ক। গতকালই (বুধবার) এই দায়িত্বটা পেয়েছি।’
আরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে বাংলাদেশের ওপেনার বলেন, ‘মাত্রই তো অধিনায়কের দায়িত্বটা পেয়েছি। কালকের (শুক্রবার) ম্যাচের পর বুঝতে পারব কতটা উপভোগ করছি অধিনায়কত্ব। সত্যি বলতে কি, অধিনায়কত্বের বিষয়ে আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। তা অনেকটাই ব্যাটিংয়ের মতো, যত বেশি অনুশীলন করবেন তত রান পাবেন। একইভাবে যত বেশি ম্যাচে অধিনায়কত্ব করবেন, ততটাই উন্নতি হবে।’