শতকবঞ্চিত তামিম-নাসির
আন্তর্জাতিক ক্রিকেটে গত কিছুদিন তাঁর পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। ঘরোয়া ওয়ানডের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে অবশ্য শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে সে ম্যাচে মাত্র সাত রান করেছিলেন আবাহনী অধিনায়ক।
আজ মঙ্গলবার দলের পক্ষে দ্বিতীয় ম্যাচে তামিম বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচে দারুণ খেলেও অল্পের জন্য শতকবঞ্চিত হয়েছেন তিনি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে এই ম্যাচে ৯০ রান করে সাজ ঘরে ফিরে গেছেন জাতীয় দলের এই মারকুটে ওপেনার।
মাত্র ৯১ বলে তিনি এই ইনিংসটি খেলেন। যাতে ছিল ১১টি চারের মার।
তামিমের এই অসাধারণ ইনিংস এবং ভারতীয় উদয় কালু ও নাজমুল হাসান শান্তর দুটি অর্ধশতকের ওপর ভর করে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ২৮৭ রান গড়ে।
অবশ্য এদিন আক্ষেপে বেশি পুড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। প্রাইম দোলেশ্বরের হয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে মাত্র তিন রানের জন্য শতকবঞ্চিত হয়েছেন তিনি।
নাসির ৭৫ বলে ৯৭ রানের এই ঝড়ো ইনিংসটি খেলে সাজঘরে ফিরেছেন দেওয়ান সাব্বিরের শিকারে পরিণত হয়ে। তাঁর এই ইনিংসে ছিল ১১টি চারের মার ও একটি ছক্কার মার।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে নাসিরের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় প্রাইম দোলেশ্বর ২৮৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।
এই লক্ষ্যে এখন ব্যাট করছে কলাবাগান। ৩৯.৩ বলে ১৯৭ রান করতে ৫ উইকেট হারিয়েছে তারা।