এখন বাংলাও শেখাতে হচ্ছে মুস্তাফিজকে!
প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে পারতেন মুস্তাফিজুর রহমান। সমস্যাটা ভাষাগত। বল হাতে আগুন ঝরিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরালেও হিন্দি বা ইংরেজি একদমই বলতে পারেন না মুস্তাফিজ। তাই সানরাইজার্স হায়দরাবাদে খুব বেশি কথা বলতে পারছেন না তিনি। বাংলাদেশের কাটার-মাস্টারের প্রতি অবশ্য যথেষ্ট সহানুভূতি নতুন সতীর্থদের। মুস্তাফিজ নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা বলার জন্য সানরাইজার্সের কোচ-অধিনায়ক থেকে শুরু করে বেশ কয়েকজন খেলোয়াড় বাংলা শিখতে আগ্রহী। আর ‘শিক্ষকে’র ভূমিকা পালন করতে হচ্ছে তাঁকেই।
কয়েকদিন আগে মুস্তাফিজের জন্য একজন বাঙালি মুসলিম দোভাষী নিয়োগ দিয়েছে সানরাইজার্স কর্তৃপক্ষ। তবে দোভাষীর ওপরে নির্ভর না করে কোচ টম মুডি, অধিনায়ক ডেভিড ওয়ার্নারসহ কয়েকজন বাংলা শিখতে চাচ্ছেন মুস্তাফিজের কাছে। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রতিভাবান পেসারের মন্তব্য, ‘দলের প্রত্যেকে আমার কাছে বাংলা শিখতে চায়। আলাদা করে কার নামই বা বলব? ট্রেন্ট বোল্ট, ডেভিড ওয়ার্নার, টম মুডি প্রত্যেকেই বাংলা শিখতে চায়।’
বাংলা ছাড়া অন্য ভাষা বলতে না পারলেও দলের সঙ্গে মানিয়ে নিতে একটুও সমস্যা হয়নি মুস্তাফিজের। ভাষাগত সমস্যা উপেক্ষা করে বল হাতে ঠিকই তাঁর উজ্জ্বল পারফরম্যান্স। আইপিএলে পাঁচ ম্যাচে সাত উইকেট নেওয়া মুস্তাফিজ জানালেন, ‘ক্রিকেটের ভাষা সবখানেই একরকম। আমাকে যা বলা হয় আমি তা বুঝতে পারি। তারাও আমাকে বুঝতে পারে। তাই তেমন কোনো সমস্যা হচ্ছে না।’
হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে একটা নতুন নাম হয়েছে মুস্তাফিজের। সতীর্থদের কাছে তিনি এখন ‘ফিজ’। সতীর্থদের সঙ্গে যে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে, সে কথা জানাতেও ভুললেন না তিনি, ‘আমাদের দলে প্রায় প্রত্যেকেই আমার চেয়ে বড়। তবু তারা সবাই আমার ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ। প্রত্যেকে আমার সঙ্গে খুব ভালো আচরণ করে।’