মুস্তাফিজকে নিয়ে সরকারি পোস্টার
উদ্যোগটা বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের। শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভবনের পুরো সীমানাপ্রাচীর জুড়ে শোভা পাচ্ছে বাংলাদেশের বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমানের ছবিসংবলিত পোস্টার। আর তাতে লেখা, ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।
আসলেও তাই, কিছুদিন ধরে মুস্তাফিজের অসাধারণ পারফরম্যান্স সত্যিই প্রশংসা করার মতো। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর নজরকাড়া পারফরম্যান্সে ক্রিকেটবোদ্ধারাও রীতিমতো বিস্মিত। তাই বলা যেতেই পারে, সময় এখন মুস্তাফিজের।
আর এই কারণে রাষ্ট্রীয় পোস্টারে মুস্তাফিজের ছবি। সরকারিভাবে পোস্টারে মুস্তাফিজের ছবি ব্যবহার করা সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন তখনই স্বয়ংসম্পূর্ণ হবে যখন আমরা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ সব ক্ষেত্রেই উন্নয়ন করতে পারব। একটি দেশের উন্নয়নের জন্য আমরা যেভাবে কাজ করছি, তেমনি খেলাধুলার মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মুস্তাফিজ। তাই এই সম্মানটা সে পেতেই পারে।’
মুস্তাফিজকে নিয়ে এমন উদ্যোগে বিভিন্ন মহলের বেশ প্রশংসা পাচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কিছুটা সমালোচনাও হচ্ছে। কারণ মুস্তাফিজের কিছু ছবি আছে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে!
আজ মঙ্গলবার শেরে বাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে মুস্তাফিজের প্রশংসা করে মুস্তফা কামাল বলেন, ‘মুস্তাফিজ এই মুহূর্তে আমাদের জাতীয় বীর। সে আমাদের দেশের সম্মান বাড়িয়ে দিচ্ছে। আমাদের মাথা উঁচু করে তুলেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করি সে তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখুক।’
এই বাঁ-হাতি পেসারকে মন্ত্রী বিশ্বের এক নম্বর বোলার মনে করেন, ‘আমি মনে করি মুস্তাফিজ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার। এতে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে সে আরো অনেক দূর যাবে বলেও আমার বিশ্বাস।’