মুস্তাফিজের জন্য লালগালিচা সংবর্ধনা
কোনো বিদেশি অতিথিকে লালগালিচা বিছিয়ে সংবর্ধনা জানানোর কথা কারো অজানা নয়। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মানুষের কাছে বিদেশি অতিথি নন, বরং ‘জাতীয় বীর’। তবু ঘরে-বাইরে দুর্দান্ত সাফল্যের কারণে তাঁকে লালগালিচা দিয়ে সংবর্ধনা জানানোর পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।
এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত ক্রিকেটার নিঃসন্দেহে মুস্তাফিজ। বাংলাদেশের কাটার-মাস্টারের তোপে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের একেবারে দিশেহারা অবস্থা। হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে ছয় ম্যাচে ৭ উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেটও দারুণ, মাত্র ৬.১৮।
সানরাইজার্সের কোচ-অধিনায়ক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় উচ্চকিত। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন তো মুস্তাফিজের মধ্যে সর্বকালের সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরামের ছায়াও দেখতে পাচ্ছেন। ভারতের গণমাধ্যমগুলোও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। সতীর্থদের প্রিয় ‘ফিজ’কে নিয়ে বিভিন্ন প্রতিবেদন আর সাক্ষাৎকারই তা জানিয়ে দিচ্ছে।
মুস্তাফিজকে নিয়ে ভারতজুড়ে হৈচৈ পড়ে যাওয়ায় বাংলাদেশের মানুষও অভিভূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এরই মধ্যে তাঁকে ‘জাতীয় বীর’ হিসেবে বর্ণনা করেছেন।
তারই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জানালেন আরেকটি খুশির কথা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জয় সাংবাদিকদের জানিয়েছেন, ‘আইপিএল শেষে দেশে ফিরে আসার পর আমরা মুস্তাফিজের জন্য লালগালিচা বিছিয়ে দেব। আর তার পর পুরো জাতিকে গর্বিত করার জন্য বিশেষ সংবর্ধনা জানানো হবে তাঁকে।’