জ্বর নিয়ে খেললেন মাশরাফি, দলও জেতেনি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এর আগে টানা দুই ম্যাচেই হেরেছে কলাবাগান ক্রীড়া চক্র। দলটির এমন দুরবস্থা দেখে মাঠের বাইরে বসে থাকতে পারলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০২ ডিগ্রি জ্বর নিয়েও তৃতীয় ম্যাচে মাঠে নেমে পড়েন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে এই ম্যাচে প্রচণ্ড জ্বর নিয়ে নেমেও দারুণ সাফল্য পান মাশরাফি। ১০ ওভার বল করে ৫৬ রান খরচায় চার উইকেট তুলে নেন। তারপরও দলকে জেতাতে পারেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক।
মাশরাফির দল কলাবাগান হেরে গেছে ৪৭ রানে। প্রাইম ব্যাংকের ২৮০ রানের জবাবে মাশরাফির দলের ইনিংস থেমে যায় ২৩৩ রানে।
প্রাইম ব্যাংকের দারুণ জয়ে অধিনায়ক শুভাগত হোমের অলরাউন্ডিং পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। তিনি ব্যাট হাতে করেছেন ৬০ রান এবং বল হাতে নিয়েছেন দুই উইকেট।
জাতীয় দলের বাইরে থাকা তারকা পেসার রুবেল হোসেন এই ম্যাচে দলের জয়ে অন্যতম অবদান রেখেছেন। প্রাইম ব্যাংকের এই পেসার ৫১ রান খরচায় দুই উইকেট নেন।
জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ৬১ ও ওপেনার সাদমান ইসলাম ৪৫ রানের দুটি ভালো ইনিংস খেলেও কলাবাগানকে জেতাতে পারেননি। তাই টানা তৃতীয় ম্যাচে হেরেছে মাশরাফির দল।