বৃষ্টিতে মুস্তাফিজদের খেলায় বিলম্ব
মুস্তাফিজুর রহমানের আগুনঝরা বোলিং, আর গেইল-কোহলি-ডি ভিলিয়ার্সের মারমুখী ব্যাটিং দেখতে দর্শকরা যখন অপেক্ষমাণ, তখন বৃষ্টি এসে হানা দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
কিন্তু বাংলাদেশ সময় রাত ৯টায় বৃষ্টি থামলে তখনো টস হয়নি। তবে গ্রাউন্ডসম্যানরা মাঠ প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। আর দুই দলের খেলোয়াড়রা মাঠে ঘাম ঝরাচ্ছিলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা শুরু হবে রাত সাড়ে ৯টায়। পুরো ২০ ওভারের ম্যাচ হবে।
অবশ্য পরে টসে হেরে ব্যাটিংয়ে নামে মুস্তাফিজের হায়দরাবাদ।
এদিকে বেশ কয়েকদন পর আইপিএলে ফিরলেও এদিনের ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের। সন্তান প্রসবকালে স্ত্রীর পাশে থাকতেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি।
প্রথম দুই ম্যাচের দলে থাকলেও পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন গেইল। এক ম্যাচে এক রান এবং অন্যটিতে ছিল শূন্য।