টসে হেরে ব্যাটিংয়ে মুস্তাফিজের হায়দরাবাদ
এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে টেসে হেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রাইজিং পুনের সঙ্গে আগের ম্যাচে শুধু টসেই হারেনি, দলও হেরেছিল।
অবশ্য প্রথম চার ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল টসে জিতেছিল। টস জেতা চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল হায়দরাবাদ।
শনিবার বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামলেও নিশ্চয়ই জয় পেতে দৃঢ়প্রত্যয়ী থাকবেন ওয়ার্নার-মুস্তাফিজরা। কারণ এর আগে প্রথম লড়াইয়ে যে তাঁরা বাজেভাবে হেরেছিলেন এই বেঙ্গালুরুর বিপক্ষে।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বৃষ্টির বাগড়ায় এক ঘণ্টা পর শুরু হয় খেলা, রাত সাড়ে ৯টায়। আর ম্যাচ পুরো ২০ ওভারেরই হচ্ছে।
এদিকে বেশ কয়েকদিন পর আইপিএলে ফিরলেও এদিনের ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের। সন্তান প্রসবকালে স্ত্রীর পাশে থাকতেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি।
প্রথম দুই ম্যাচের দলে থাকলেও পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন গেইল। এক ম্যাচে এক রান এবং অন্যটিতে ছিল শূন্য।