মুস্তাফিজের জন্য মন্ত্রীর অপেক্ষা!
এত দিন বাংলাদেশে আইপিএলের প্রধান আকর্ষণ ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডারের খেলা দেখার জন্যই টেলিভিশনের সামনে বসতেন অনেকে। কিন্তু এবারের মৌসুমে দৃশ্যপট পাল্টে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের অনেক মানুষ সানরাইজার্স হায়দরাবাদের খেলা দেখতে শুরু করেছেন শুধুই মুস্তাফিজের চার ওভার বোলিং দেখার জন্য। ক্রিকেটপ্রেমী অনেক মানুষের মতো বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আছেন এ তালিকায়।
আইপিএলের আগের মৌসুমগুলোতে ভালো নৈপুণ্য দেখালেও এবার অনেকটাই নিষ্প্রভ হয়ে আছেন সাকিব। বল হাতে কিছুটা সাফল্য পেলেও ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই। কলকাতা নাইট রাইডার্সের সর্বশেষ ম্যাচে তো প্রথম একাদশে জায়গাই করে নিতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে সাকিব আলো ছড়াতে না পারলেও দুর্দান্ত বোলিং করে নজর কাড়ছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজ। তাঁর বাঁহাতি বোলিংয়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বাংলাদেশের অনেক মানুষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আছেন সে তালিকায়। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মুস্তাফিজ!!! তিন ঘণ্টা বসে আছি টিভির সামনে ওর ২৪টা বল দেখার জন্য।’
এভাবে অপেক্ষা করা শেষ পর্যন্ত সার্থক হয় মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের কারণে। বৃষ্টিবিঘ্নিত একটি ম্যাচ ছাড়া আইপিএলের সব ম্যাচেই অন্তত একটি করে উইকেট পেয়েছেন কাটার মাস্টার। তাঁর বৈচিত্র্যপূর্ণ ডেলিভারিগুলো খেলতে গিয়ে বিরাট কোহলি, শেন ওয়াটসন, ডি ভিলিয়ার্স, মিচেল মার্শদের মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের যেভাবে বিপাকে পড়তে হচ্ছে, তা সত্যিই দেখার মতো বিষয়। গত ২৩ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন মুস্তাফিজ।
আইপিএলের নবম আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মুস্তাফিজ নিয়েছেন আটটি উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় বাংলাদেশের এই বাঁহাতি পেসারের নাম আছে চতুর্থ স্থানে। তবে কম রান দেওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়েই আছেন মুস্তাফিজ।