স্কয়ার ড্রাইভ
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ফাইনাল চেয়েছিলাম
শক্তি-সামর্থ্যে নিউজিল্যান্ডের চেয়ে দক্ষিণ আফ্রিকার এগিয়ে থাকার কথা। অন্যদিকে ভারতের চেয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হবে। তাই আমার মনে হয় বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হলে সবচেয়ে ভালো হতো, লড়াইটা অনেক জমজমাট হতো। অবশ্য দুই স্বাগতিক দল ফাইনালে খেলা এক হিসাবে ভালোই। আমাদের এই অঞ্চলের ভারত-পাকিস্তান লড়াইয়ের মতো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচও আকর্ষণীয় হয়।
এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড খুব ভালো খেলছে। তবে একটা নির্দিষ্ট টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে একটি দলের সার্বিক বিচার না করাই ভালো। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিপক্ষে খারাপ খেলেছে বলেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে তারা জিততে পারেনি বাজে ফিল্ডিংয়ের কারণে। এত ক্যাচ আর রান-আউট মিস করলে জেতা যায় না। এমন বাজে ফিল্ডিং দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যায়ও না।
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে ভারত একেবারেই লড়াই করতে পারেনি। কখনোই মনে হয়নি তারা জিততে পারবে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এত খারাপ খেললে জেতা সম্ভব নয়।
ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বেশ ভালোই ব্যবধান। দুই দলের মধ্যে তুলনা করতে হলে আমি ১০০ নম্বরের মধ্যে অস্ট্রেলিয়াকে ৬০ নম্বর দেব। আর ভারতকে দেব ৪০ নম্বর। আমি তো মনে করি অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে।
তবে বিশ্বকাপে ভারত খুব ভালো খেলেছে। এই একটা ম্যাচ বাদ দিলে তাদের পারফরম্যান্স খুব ভালো। তবে অস্ট্রেলিয়াকে হারানোর মতো খেলতে পারেনি ধোনির দল।
ভারতের সবচেয়ে বড় শক্তি হলো ব্যাটিং। সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে। টার্গেট অনেক বড় হওয়ায় ভারতের ব্যাটসম্যানরা শুরু থেকেই চাপের মধ্যে ছিল। স্বাগতিকদের দুর্দান্ত পেস অ্যাটাকের সামনে তাঁরা প্রতিরোধ গড়তে পারেনি।
বিশ্বকাপের আর একটাই ম্যাচ বাকি। প্রথমবারের মতো ফাইনালে ওঠা নিউজিল্যান্ড দুর্দান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন খেলে তা দেখার অপেক্ষায় আছি।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।