হায়দরাবাদে মুস্তাফিজের উচ্ছ্বল জীবন
ভাষাগত ব্যবধানকে তুড়ি মেরে উড়িয়ে হায়দরাবাদে ভালোই সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। নতুন সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব হতে সময় লাগেনি বাংলাদেশের কাটার-মাস্টারের। মাঠের ভেতর বল হাতে যেমন আগুন ঝরাচ্ছেন, তেমনি মাঠের বাইরে মেতে উঠছেন অনাবিল আনন্দে।
এবারের আইপিএলের অন্যতম আলোচিত ক্রিকেটার মুস্তাফিজ। এই তরুণ বাঁহাতি পেসারের স্লোয়ার, অফকাটারগুলো বুঝতে ভীষণ সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের। সাত ম্যাচে আট উইকেট নেওয়া মুস্তাফিজ রান দেওয়ার ক্ষেত্রেও ভীষণ মিতব্যয়ী। কমপক্ষে ২০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজের ইকোনমি রেট দ্বিতীয় স্থানে আছে। সাতক্ষীরার তরুণ এ পর্যন্ত ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৫৩। দিল্লি ডেয়ারডেভিলসের দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিস ৬.৫২ ইকোনমি রেট নিয়ে সামান্য এগিয়ে আছেন কাটার-মাস্টারের চেয়ে।
মুস্তাফিজের সাফল্যে হায়দরাবাদ সানরাইজার্সও যেন অনেক বেশি উজ্জীবিত এবার। গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে আইপিএল শেষ করেছিল দলটি। তবে এবার সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে শেষ চারে খেলার পথে এগিয়ে যাচ্ছে তারা।
মাঠের ভেতরের সাফল্যে সানরাইজার্সের খেলোয়াড়রাও এখন ফুরফুরে মেজাজে। সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছে সানরাইজার্স কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুলে সতীর্থদের সঙ্গে ভলিবল খেলায় মেতে উঠেছেন মুস্তাফিজ। প্রিয় ‘ফিজ’কে (হায়দরাবাদে এটাই এখন মুস্তাফিজের নাম) পানি ছিটাচ্ছেন সানরাইজার্সের খেলোয়াড়রা। মুস্তাফিজও তাঁর বিখ্যাত বাঁ হাত ছুড়ে প্রত্যুত্তর দিচ্ছেন বন্ধুদের। ঠিক যেন এক সুখী পরিবার।
মুস্তাফিজ নিজেও একটা ছবি পোস্ট করেছেন ফেসবুক পেজে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে গো-কার্ট নামের ছোট্ট মোটরগাড়ি চালাতে। সব মিলিয়ে মুস্তাফিজের ভালোই দিনকাল কাটছে হায়দরাবাদে।