টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নড়চড় হয়নি বাংলাদেশের
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো উন্নতি না হলেও রেটিং বেড়েছিল। বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়েও অবস্থানের নড়চড় হয়নি মাশরাফি-মুস্তাফিজদের।
বার্ষিক হালনাগাদে যেমন র্যাংকিংয়ের অবনতি বা উন্নতি কিছুই হয়নি, তেমনি বাড়েনি বা কমেওনি রেটিং পয়েন্টও।
নতুন র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ আগের সেই দশম স্থানেই আছে। রেটিং পয়েন্টও আগের সেই ৭৪-এ। আফগানিস্তানের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অবশ্য কমেছে বাংলাদেশে সঙ্গে ব্যবধান, চার পয়েন্ট। অবশ্য আফগানিস্তান আছে বাংলাদেশের ওপরেই, নবম স্থানে।
হালনাগাদ র্যাংকিং অনুযায়ী বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ, দ্বিতীয় স্থান থেকে তৃতীয়তে নেমে গেছে তাঁরা।
অবশ্য দারুণ সুখবর নিউজিল্যান্ডের জন্য। এক লাফে তৃতীয় স্থান থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে তারা। তা ছাড়া কিউইদের ১২ রেটিং বেড়েছে।
আর শীর্ষস্থান থেকে ভারত নেমে গেছে দুইয়ে। অবশ্য রেটিং বেড়েছে ৬। ভারত ও নিউজিল্যান্ডের রেটিং ১৩২ করে। তবে +০.২১ পয়েন্টে এগিয়ে আছে নিউজিল্যান্ড।