দুই জুনিয়রের ঘূর্ণিতে দিশেহারা গাজী গ্রুপ
নাঈম ইসলাম ও এনামুল হক। বাংলাদেশের ক্রিকেটে একই নামে দুজন খেলোয়াড় আগেও এসেছিলেন বলে তাঁদের নামের শেষে যোগ হয়েছে ‘জুনিয়র’। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের এই দুই জুনিয়রের দারুণ বোলিংয়েই আজ দিশেহারা হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বাঁহাতি দুই স্পিনারের ঘূর্ণিতে গাজী গ্রুপ অলআউট হয়ে গেছে মাত্র ১৪১ রানে। নাঈম ও এনামুল, দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল গাজী গ্রুপ। উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেছিলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক ও শামসুর রহমান। কিন্তু এর পর ২৬ রান যোগ করতেই গাজী গ্রুপ হারায় তিনটি উইকেট। একে একে ফিরে যান শামসুর (২৬), মেহেদি হাসান (১) ও এনামুল (২৩)। তিনটি উইকেটই নিয়েছেন নাঈম। ২২তম ওভারে পাকিস্তানের ক্রিকেটার সাঈদ আনোয়ার জুনিয়রের (১৭) উইকেটও তুলে নিয়েছিলেন নাঈম জুনিয়র। ২২ ওভার শেষে গাজী গ্রুপের স্কোর দাঁড়ায় ৮৩/৫। নাঈমের পর শুরু হয় এনামুল হক জুনিয়রের তাণ্ডব। গাজী গ্রুপের শেষ চারটি উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে প্রায় একাই লড়েছেন অধিনায়ক অলোক কাপালি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৪৮ রান করে। মেরেছেন চারটি চার ও একটি ছয়।
১০ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন নাঈম। এনামুল চার উইকেট নেওয়ার পথে খরচ করেছেন ২৬ রান। তিনি অবশ্য বল করেছেন ৬.১ ওভার। গাজী গ্রুপের বাকি দুটি উইকেট গেছে হাবিবুর রহমানের ঝুলিতে। গাজী গ্রুপের ইনিংস শেষ হয়েছে মাত্র ৩৭.১ ওভার ব্যাটিং করে।