মাদ্রিদ মাস্টার্স জিতে জোকোভিচের রেকর্ড
মাদ্রিদ মাস্টার্সে বরাবরই দাপট দেখিয়েছেন রাফায়েল নাদাল। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ছয়টি আসরের পাঁচটিতেই খেলেছিলেন ফাইনালে। জিতেছিলেন তিনটি শিরোপা। তবে এবারের আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে স্প্যানিশ এই তারকাকে। আর ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মাদ্রিদ মাস্টার্সের শিরোপা জিতে নিয়েছেন নোভাক জোকোভিচ।
গতবারের শিরোপাজয়ী মারে এবারের মাদ্রিদ মাস্টার্সেও ছিলেন শিরোপার অন্যতম দাবিদার। ২০১৫ সালের ফাইনালের মতো এবারের সেমিফাইনালেও নাদালকে হারিয়েছিলেন সরাসরি সেটে। কিন্তু ফাইনালে জোকোভিচ-বাধা পেরোতে পারেননি ইংল্যান্ডের এই তারকা। হেরে গেছেন ৬-২, ৩-৬, ৬-৩ গেমের ব্যবধানে।
মাদ্রিদ মাস্টার্সের শিরোপা জিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন জোকোভিচ। এত দিন সবচেয়ে বেশি ২৮টি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ডটি নাদালের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছিলেন সার্বিয়ার এই তারকা। কিন্তু রোববার মাদ্রিদ মাস্টার্স জিতে রেকর্ডটি পুরোপুরিই নিজের করে নিয়েছেন ‘জোকার’। এখন তাঁর ট্রফি কেসে জমা হয়েছে ২৯টি মাস্টার্স শিরোপা।
জোকোভিচ সবচেয়ে বেশি, ছয়টি মাস্টার্স শিরোপা জিতেছেন মিয়ামিতে। পাঁচবার জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স শিরোপা। চারবার করে জিতেছেন প্যারিস ও রোম মাস্টার্স শিরোপা।
এ বছরে মাদ্রিদ মাস্টার্স ছিল জোকোভিচের পঞ্চম শিরোপা। সর্বশেষ ছয়টি মাস্টার্স প্রতিযোগিতার পাঁচটিতেই শিরোপা জিতেছেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। আগামী সপ্তাহে রোম মাস্টার্সে অংশ নেওয়ার সময় অনন্য এক রেকর্ডের হাতছানিও থাকবে জোকোভিচের সামনে। এখন পর্যন্ত প্রাইজমানি হিসেবে তিনি অর্জন করেছেন ৯৯ মিলিয়ন ডলার। রোম মাস্টার্সের শিরোপা জিতলে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে জোকোভিচ অর্জন করবেন ১০০ মিলিয়ন ডলার।