বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান গাপটিল
বিশ্বকাপের ফাইনাল ব্যাট হাতে ভালো কাটেনি মার্টিন গাপটিলের। অস্ট্রেলিয়ার অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হওয়ার আগে ১৫ রান করতে পেরেছেন নিউজিল্যান্ডের এই ওপেনার। তবে এই ইনিংসের সুবাদে তিনিই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। টানা চার ম্যাচে শতক করে ইতিহাস গড়া কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে দিয়েছেন গাপটিল।
ফাইনালের আগে সাত ম্যাচে ১০৮.২০ গড়ে ৫৪১ রান করে সেরা ব্যাটসম্যানের তালিকার শীর্ষে ছিলেন সাঙ্গাকারা। শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানের চেয়ে ৯ রান পেছনে থেকে রোববার মেলবোর্নে ব্যাট করতে নামেন গাপটিল। বিশ্বকাপের শেষ ম্যাচে সাফল্য পাননি, তবে সাঙ্গাকারাকে পেছনে ফেলতে সমস্যা হয়নি। ৯ ম্যাচে ৬৮.৩৭ গড়ে গাপটিলের রান ৫৪৭। এর মধ্যে আছে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রানও। বিশ্বকাপে এটাই এখন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৪৯ রান করে বিশ্বকাপ শুরু করেছিলেন গাপটিল। স্কটল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের তিন ম্যাচে ভালো করতে পারেননি। ওই তিন ম্যাচে তিনি করেছিলেন ১৭, ২২ ও ১১ রান। আফগানিস্তানের বিপক্ষে কিউইদের পঞ্চম ম্যাচ থেকে গাপটিলের রানে ফেরা শুরু। আফগানদের বিপক্ষে ৫৭ রানের পর বাংলাদেশের বিপক্ষে করেন ১০৫। তার পর তো কোয়ার্টার ফাইনালে সেই অসাধারণ ইনিংস। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৩৪ রান।
এবারের বিশ্বকাপে সাঙ্গাকারা আর গাপটিল ছাড়া আর কেউ ৫০০ রান করতে পারেননি। তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (৪৮২), জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর (৪৩৩) ও ভারতের শিখর ধাওয়ান (৪১২)। ছয় ম্যাচে ৩৬৫ রান করে বাংলাদেশের মাহমুদউল্লাহর অবস্থান অষ্টম।
ফাইনালের আগে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি ৩৪৬ রান স্টিভেন স্মিথের।