সুরেশ রায়না এখন বাবা
কয়েক দিন ধরেই সুখবরটার জন্য অপেক্ষা করছিলেন সুরেশ রায়না। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত লিখে চলেছিলেন ‘ওয়েটিং, ওয়েটিং’! ভারতের ব্যাটিং তারকার অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে। রোববার বাবা হয়েছেন রায়না। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা একটি ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন।
আইপিএলে রায়না একটা দারুণ কীর্তির অধিকারী। ২০০৮ সালে শুরু হওয়ার পর থেকে আইপিএলের প্রতিটা ম্যাচ খেলেছেন তিনি। আগে ছিলেন চেন্নাই সুপার কিংসের সদস্য। এবার তিনি গুজরাট লায়ন্সের অধিনায়ক।
তবে বাবা হওয়ার জন্য প্রথমবারের মতো আইপিএলের কোনো ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে রায়নাকে। স্ত্রীর পাশে থাকার জন্য নেদারল্যান্ডসে যাওয়ায় গতকাল শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলতে পারেননি। আগামী ১৯ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও সম্ভবত মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
রায়নার সামনে এ মুহূর্তে আরেকটি দারুণ অর্জনের হাতছানি। ৩৯৮৫ রান নিয়ে তিনি এখন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। অর্থাৎ চার হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১৫ রান দূরে। তবে রায়নার অনুপস্থিতিতে মাইলফলকটা সবার আগে ছুঁয়ে ফেলার সম্ভাবনা আছে বিরাট কোহলি আর রোহিত শর্মার। ব্যাঙ্গালোর অধিনায়ক কোহলির রান ৩৮১৪। এক রান কম নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন মুম্বাই অধিনায়ক রোহিত।
রায়না হয়তো এ নিয়ে ভাবছেন না। এখন তাঁর মনপ্রাণ জুড়ে আদরের সন্তান। বাবা হওয়ার পর অভিনন্দনের জোয়ারেও ভেসে যাচ্ছেন তিনি। টুইটার-ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।