হাবিবুল বাশারের ভাইয়ের পাশে দাঁড়ানোর আহ্বান মাশরাফিদের
দেশের ফুটবলের স্বর্ণ সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হয়ে খেলেছেন তিনি। কাজী ইকরামুল বাশার তুহিন ১৯৮৭ থেকে ১৯৯২ সালে সাদা-কালো শিবিরের জার্সি গায়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর আরেকটি বড় পরিচয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বড় ভাই তিনি।
সেই ইকরামুল বাশার এখন ক্যান্সারে আক্রান্ত। সাবেক এই ফুটবলারের চিকিৎসার সাহায্যে সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
রোববার তাঁকে দেখতে গিয়ে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমন আহ্বান জানান। এ সময় বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবাল এবং তরুণ পেসার তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় মাশরাফি সংবাদ মাধ্যমকে বলেন, ‘সমাজের বিত্তবানদের পাশাপাশি যাঁরা ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত তাঁদের আমরা অনুরোধ করব, আপনারা তুহিন ভাইয়ের পাশে দাঁড়ান। এ সময় একজন মানুষ কিছুটা হলেও সমবেদনা আশা করে। আমার বিশ্বাস আপনারা ওনার পাশে দাঁড়াবেন। সাহস জোগাবেন।’
মুশফিকুর রহিম বলেন, ‘আমাদের যার যেটুকু সামর্থ্য আছে তাঁরা যেন তুহিন ভাইয়ের পাশে দাঁড়াই। আমরাও আছি, সবাই মিলে পাশে দাঁড়ালে কিছুটা হলেও উপকৃত হবে তাঁর পরিবার।’
এই সাবেক ফুটবলারের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তামিম ইকবালও। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন তুহিন ভাইয়ের পরিবারের পাশে। তাহলে তাঁর পরিবার উপকৃত হবে।’