আইসিসিকে মতামত জানিয়েছে বিসিবি
বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় (আইসিসি) নিজেদের মতামত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন আহমেদ বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ওই ম্যাচে ‘বাজে আম্পায়ারিংয়ের’ বিরুদ্ধে আইসিসিতে আপিল করতে বিসিবি সভাপতিসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। একই নোটিশ দেওয়া হয়েছে ক্রীড়াসচিব ও দলের ব্যবস্থাপককে।
আইনজীবী বলেছেন, বাংলাদেশ ও ভারত ম্যাচের আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর আউট এবং রুবেল হোসেনের একটি নো-বল কল করে।
আইনজীবীর দাবি, তামিম ও মাহমুদুল্লাহ আসলে আউট ছিলেন না। রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের এই বলটিও নো-বল ছিল না।