১০০ মিলিয়ন ডলার ম্যান!
রেকর্ড ১৭ বার গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার ইতিহাসের সফলতম পুরুষ টেনিস খেলোয়াড়। রাফায়েল নাদালের কৃতিত্বও কম নয়। ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড নয়বার চ্যাম্পিয়ন হওয়া স্প্যানিশ তারকার আরেক নাম ‘কিং অব ক্লে’। তবে উপার্জনের হিসাব করতে বসলে সবার আগে থাকবেন নোভাক জোকোভিচ। ফেদেরার ও নাদালের চেয়ে এই লড়াইয়ে তিনি শুধু এগিয়েই নেই। দারুণ এক মাইলফলকের হাতছানিও তাঁর সামনে। প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার প্রাইজমানি জয়ের দ্বারপ্রান্তে জোকোভিচ।
এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার আগে জোকোভিচের মোট প্রাইজমানি ছিল প্রায় ৯ কোটি ৯৭ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সার্বিয়ান তারকার ব্যাংক হিসাবে যোগ হবে প্রায় তিন লাখ ২৭ হাজার ডলার। মানে ১০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
এরই মধ্যে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন জোকোভিচ। শেষ ষোলর লড়াইয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের প্রতিপক্ষ স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত। এই ম্যাচ জিততে পারলেই ‘১০০ মিলিয়ন ডলার ম্যান’ হওয়া নিশ্চিত সার্বিয়ান তারকার।
প্রাইজমানির কীর্তি ছাড়াও আরেকটি অর্জনের সামনে দাঁড়িয়ে জোকোভিচ। ক্যারিয়ারে ১১টি গ্র্যান্ড স্লাম জিতলেও আজো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারেননি তিনি। এবার ফেদেরার অংশ নিচ্ছেন না চোটের কারণে। নাদালও চোটের কারণেই সরে দাঁড়িয়েছেন টুর্নামেন্টের মাঝপথ থেকে। টেনিস সার্কিটে ‘জোকার’ নামে পরিচিত জোকাভিচের সামনে তাই রোলাঁ গারোতে আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ।