সাঙ্গাকারাকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর অনুরোধ
বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসেও এমন কৃতিত্ব কারো নেই। অথচ এবারের বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়া কুমার সাঙ্গাকারা আর ওয়ানডে না খেলার সিদ্ধান্তে অনড়। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অবশ্য আগেই দিয়েছিলেন। তবে তাঁর এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার সাধারণ মানুষ থেকে শুরু করে হোমরা-চোমরা ব্যক্তিরাও মেনে নিতে নারাজ। ক্রীড়ামন্ত্রী নাভিন দিসানায়েকে তো আরো এক বছর ‘সাঙ্গা’কে ওয়ানডে খেলার অনুরোধও জানিয়েছেন।
শ্রীলঙ্কান ক্রিকেটাঙ্গনের অনেকের ধারণা, দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক কমিটির দুর্নীতি আর অনিয়মের প্রতিবাদেই সাঙ্গাকারার এমন সিদ্ধান্ত। সেই কমিটি ভেঙে সাবেক টেস্ট ক্রিকেটার সিদাথ ওয়েটিমুনিকে প্রধান করে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। তাই সাঙ্গাকারার সিদ্ধান্ত বদলের আশা করছেন দিসানায়েকে। বৃহস্পতিবার কলম্বোতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিশ্বকাপ চলার সময় নিউজিল্যান্ডে আমি তাঁর (সাঙ্গাকারা) সঙ্গে কথা বলেছিলাম। আমাদের ক্রিকেট প্রশাসন নিয়ে তিনি ভীষণ হতাশ এবং অখুশি ছিলেন। তবে এখন পরিবর্তন এসেছে। তাই আমার মনে হয়, তিনি মন পরিবর্তন করবেন। ক্রীড়ামন্ত্রী হিসেবে কুমার সাঙ্গাকারাকে (ওয়ানডে) আরো এক বছর দেশের সেবা করার সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।’
এবারের বিশ্বকাপে সাত ম্যাচে চারটি সেঞ্চুরিসহ ১০৮.২০ গড়ে ৫৪১ রান করা সাঙ্গাকারা ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর রান ১৪,২৩৪। ১৮,৪২৬ রান নিয়ে সবার ওপরে আছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।