অস্ট্রেলিয়াকে হারিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪৭ রানে। সঙ্গে পেয়ে গেছে একটি বোনাস পয়েন্টও। আর সেই বোনাস পয়েন্টের সুবাদেই তারা দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করে ১৮৮ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হেরে গিয়েছিল ৪ উইকেটের ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের ইনিংস শেষ হয়েছিল ১৮৯ রানে। দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়া সহজ জয় তুলে নিতে পারবে, এমনটাই হয়তো ভেবেছিলেন অনেকে। কিন্তু দারুণ বোলিং করে দলকে জয় এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। কাগিসো রাবাদা, ওয়েন প্রানেল, ইমরান তাহিরদের ভালো বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৪২ রানে।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৩ ওভারের মধ্যে মাত্র ৯০ রান সংগ্রহ করতেই তারা হারিয়েছিল আটটি উইকেট। উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে হতাশ হয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখতে হয়েছে ওপেনার অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়ার পক্ষে প্রায় একাই লড়াই করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৩১তম ওভারে আউট হয়েছেন ৭২ রানের লড়াকু ইনিংস খেলে। অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেছেন ১০ নম্বরে ব্যাট করতে নামা নাথান লায়ন। শেষ ব্যাটসম্যান জস হ্যাজেলউড অপরাজিত ছিলেন ১১ রান করে। এ তিনজন ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ৩৪.২ ওভার ব্যাটিং করেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়েছে ১৪২ রানে।
সাত ওভার বল করে মাত্র ১৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন তরুণ পেসার রাবাদা। দুটি করে উইকেট পেয়েছেন প্রানেল, তাহির ও অ্যারন ফাঙ্গিসো।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ফারগান বেহারদিনের ৬২, হাশিম আমলার ৩৫ ও এবি ডি ভিলিয়ার্সের ২২ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৮৯ রান জমা করেছিল দক্ষিণ আফ্রিকা।