আইসিসিতে আগ্রহী নন নাজমুল
আইসিসির সভাপতির পদ থেকে আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করায় এই শূন্য পদে বাংলাদেশেরই কেউ প্রথম দাবিদার। ইতিমধ্যে বাংলাদেশের কাছে নামও চেয়েছে আইসিসি। তবে মেয়াদ আছে মাত্র আড়াই মাস। তাই এই সময়ের জন্য আইসিসিতে যেতে আগ্রহী নন বিসিবি সভাপতি নাজমুল হাসান। অবশ্য এই বিষয়ে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।
শুক্রবার গুলশানের নিজ বাসভবনে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘যদি আইসিসির কারণে বিসিবি ছাড়তে হয় তাহলে তো সমস্যা। আমার কাছে আইসিসির চেয়ে বিসিবিই অনেক বড়। আড়াই মাসের জন্য বিসিবি ছেড়ে যাওয়ার কারণ দেখছি না। এত অল্প সময়ে সেখানে করার তেমন কিছু নেই।’
তা ছাড়া এই মহূর্তে আইসিসিতে যাওয়াটাও বাংলাদেশের জন্য অসস্তিকর বলে মনে করছেন বিসিবি সভাপতি, ‘উনি (মুস্তফা কামাল) একটা জায়গা থেকে সরে এসেছেন, সেই জায়গায় যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত অসস্তিকর। বিষয়টা সহজ নয়, চিন্তার বিষয় আছে। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব আমরা।’
তবে নাজমুল হাসান স্বীকার করেন আন্তর্জাতিকভাবে একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখন এমন কিছু করা যাবে না, যাতে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিকভাবে আমরা যে ধাক্কা খেয়েছি, তা সামলে উঠতে হবে। কারণ এমন ঘোলাটে পরিস্থিতিতে আইসিসির কাছে কানভারি করতে চাইবে অনেকেই।’
তবে এই বিষয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো প্রভাব ফেলবে না, ‘আমি মনে করি না বর্তমান পরিস্থিতে ভারত-বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো প্রভাব পড়বে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আমান্ত্রণ পেয়েছি। আমার সেখানে যাব বলে ভাবছি।’
মুস্তফা কামাল আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন তোলায় আইসিসির প্যানেলভুক্ত অনেক আস্পায়ারই বাংলাদেশে আসার ব্যাপারে নিরাপত্তা নিয়ে বিসিবির কাছে শঙ্কা জানিয়েছে। বিসিবি সভাপতি এটিকে বলছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।'