মোহামেডানের নেতৃত্ব ছাড়লেন মুশফিক
ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমের হাতে। সুপার লিগের আগে দলের সবকটি ম্যাচেই অধিনায়কত্ব করেছেন তিনি। অনেকটা হুট করেই দলটির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক।
বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে তাই সাদা-কালোর শিবিরের অধিনায়কত্ব করেন নাঈম ইসলাম। অবশ্য মুশফিক ক্লাবটিকে জানিয়েও দিয়েছেন, আর নিজের ঘাড়ে রাখতে চান না অধিনায়কের দায়িত্ব।
বিষয়টা স্বীকারও করেছেন দলটির ম্যানেজার ওয়াসিম খান। তিনি বলেন, ‘গত পরশু মুশফিক নিজেই ক্লাবকে জনিয়ে দিয়েছেন তিনি আর অধিনায়কের দায়িত্বে থাকতে চান না। নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
মুশফিক নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ম্যাচে মোহামেডান বিধ্বস্ত হয়েছে। আবাহনীর কাছে তারা ২৬০ রানের বিশাল ব্যবধানে হেরেছে।
বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনী টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭১ রান করে। জবাবে মোহামেডানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১১ রানে।
এই ম্যাচে মুশফিক ছিলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তিনি ৩২ বলে ২৬ রান করেন। আর অধিনায়ক নাঈম সর্বোচ্চ ৩২ রান করেন।