রুবেলের তোপে দক্ষিণাঞ্চলের জয়
খেলা শুরু হওয়ার আগেই হয়তো সুখবরটা পেয়েছিলেন রুবেল হোসেন। চিত্রনায়িকা নাজনিন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি পুলিশ। এ বিষয়ে আদালতে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার দিনেই বল হাতে জ্বলে উঠে পাঁচ উইকেট নিয়েছেন রুবেল। এই আলোচিত পেসারের তোপে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে মধ্যাঞ্চলকে ২১৩ রানে অলআউট করে তিন উইকেটের জয় তুলে নিয়েছে দক্ষিণাঞ্চল।
সোমবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন ৬৪ রানে অপরাজিত থাকা ধীমান ঘোষ। অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান। ৪২ রানে রুবেলের শিকার পাঁচ উইকেট।
জবাবে দক্ষিণাঞ্চল ৪৮.২ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। রুবেলের বল হাতে দৃঢ়তার পর ব্যাট হাতে অধিনায়ক মাশরাফির অসাধারণ নৈপুণ্যে দক্ষিণাঞ্চল জয় ঘরে তোলে।
মাশরাফি ৩৩ বলে ৫০ রানের হার না-মানা দারুণ একটি ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চারের মার ও তিনটি ছক্কা। ২১ বলে ২৮ রান করে তাঁকে যোগ্য সাপোর্ট দেন আবদুর রাজ্জাক। এর আগে সৈকত আলী ৫০ রান করেন উদ্বোধনীতে খেলতে নেমে।
ইলিয়াস সানি ১১ রানে তিনটি এবং শুভগত হোম ৩২ রানে দুই উইকেট নিয়েও দক্ষিণাঞ্চলের জয়ের পথে বাধা হতে পারেননি।
দারুণ একটি হাফ সেঞ্চুরি করে এবং ৩৪ রানে এক উইকেট নিয়ে মাশরাফি ম্যাচসেরার পুরস্কার পান।