বঙ্গবন্ধু কাপের বাংলাদেশ দল চূড়ান্ত
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জেতার পরই বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ বসে যান ২৩ জনের চূড়ান্ত দল গঠন করতে। কারণ, পরদিন সোমবার দুপুরেই তাঁর দল নিয়ে সিলেটের পথে রওনা হওয়ার কথা। ঝামেলা এড়ানোর জন্য তার আগে দল গঠন করাই তো বুদ্ধিমানের কাজ!
রোববার রাতে বঙ্গবন্ধু গোল্ডকাপের চূড়ান্ত দল ঠিক করে ফেলেছেন ক্রুইফ। রাতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৮ জনের দল থেকে পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত দলে আবাহনীর ফরোয়ার্ড আবদুল বাতেন কোমল ও মিডফিল্ডার শাহেদুল আলমের সুযোগ পাওয়া বেশ চমক জাগানো ঘটনা।
চমকের কারণ, এ দুজনের কেউই প্রথমে ঘোষিত ২৬ জনের প্রাথমিক দলে ছিলেন না। ১৯ জানুয়ারি আবাহনীর বিপক্ষে জাতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচে কোমল ও শাহেদের উজ্জ্বল পারফরম্যান্স নজর কেড়েছিল ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটুর। টিটুই দুজনকে বিকেএসপির ক্যাম্পে ডেকে পাঠান। ক্রুইফও আস্থা রেখেছেন কোমল-শাহেদের ওপর। মাত্র দুদিন প্র্যাকটিস করিয়ে এবং শেখ জামালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুজনের খেলা দেখে চূড়ান্ত দলে নিয়েছেন তাঁদের।
প্রাথমিক দল থেকে বাদপড়া পাঁচজন হলেন—দুই ডিফেন্ডার আরিফুল ইসলাম ও আশরাফ মাহমুদ লিঙ্কন, দুই ফরোয়ার্ড রুবেল মিয়া ও আতিকুর রহমান ফরহাদ এবং স্ট্রাইকার আমিনুর রহমান সজীব।
আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রুইফের দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বাংলাদেশ দল
গোলরক্ষক : রাসেল মাহমুদ, শহিদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল।
ডিফেন্ডার : রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়াসিন খান, আতিকুর রহামন মিশু, ইয়ামিন আহমেদ মুন্না।
মিডফিল্ডার : হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম।
ফরোয়ার্ড : জাহিদ হোসেন, তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, শাখাওয়াত হোসেন রনি, আবদুল বাতেন কোমল।