প্রাইম দোলেশ্বরের কাছে হারল রূপগঞ্জ
সুপার লিগের প্রথম তিনটি ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। ফেভারিট আবাহনীকে পেছনে ফেলে দখল করেছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। কিন্তু শেষ দুটি ম্যাচেই যেন পথ হারালেন সৌম্য সরকার, মোশাররফ হোসেনরা। গত সোমবার আবাহনীর বিপক্ষে ৬০ রানে হারের পর আজ প্রাইম দোলেশ্বরের বিপক্ষেও রূপগঞ্জকে মাঠ ছাড়তে হলো ৭ উইকেটের হতাশাজনক হার নিয়ে।
দোলেশ্বরের জয়ের কাজটা অনেকখানিই এগিয়ে রেখেছিলেন বোলাররা। আল-আমিন হোসেন ও রাহাতুল ফেরদৌসের দারুণ বোলিংয়ে রূপগঞ্জের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৪৩ রানে। ডানহাতি পেসার আল-আমিন তিনটি উইকেট নিয়েছিলেন মাত্র ২৯ রান খরচে। তরুণ বাঁহাতি স্পিনার ফেরদৌস ছিলেন আরো দুর্দান্ত। তিনি চারটি উইকেট নিয়েছেন ৩৬ রানের বিনিময়ে। রূপগঞ্জের পক্ষে প্রায় একাই লড়েছেন আসিফ আহমেদ। ৫৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থদের আসা-যাওয়া দেখতে হয়েছে আসিফকে। রূপগঞ্জের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রানের দুটি ইনিংস এসেছে মোহাম্মদ মিথুন ও পবন নেগির ব্যাট থেকে। ১৪ রান করেছেন ওপেনার সৌম্য সরকার। এ চারজন ছাড়া রূপগঞ্জের আর কোনো ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে ৪১.২ ওভার ব্যাটিং করে ১৪৩ রানেই থেমে গেছে রূপগঞ্জের ইনিংস।
১৪৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫.৫ ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে প্রাইম দোলেশ্বর। ৭৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ওপেনার রকিবুল হাসান। ৪৪ রান এসেছে রনি তালুকদারের ব্যাট থেকে। দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে এ দুই ব্যাটসম্যানই নিশ্চিত করে ফেলেছিলেন দোলেশ্বরের জয়। চার নম্বরে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটসম্যান শচীন বেবি করেছেন ২৩ রান।
হতাশাজনক এই হারের ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে রূপগঞ্জকে। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দোলেশ্বর। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আবাহনী লিমিটেডের। ১৫ ম্যাচে তখন তাদের সংগ্রহ দাঁড়াবে ২২ পয়েন্ট।