বাংলাদেশ দলে নবাগত রনি তালুকদার
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। তবে এবারের ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স। তারই পুরস্কার পেলেন রনি তালুকদার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আর চোট কাটিয়ে ফিরেছেন পেসার আবুল হোসেন।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৪ জনের দলে চমক বলতে এ দুটো। বাদ পড়েছেন বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র নয় রান করা ওপেনার ইমরুল কায়েস, এক ম্যাচ খেলে কোনো উইকেট না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়া পেসার শফিউল ইসলাম।
এ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে দুটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করা রনিকে দলে নেওয়া প্রসঙ্গে বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জন্য তাকে দলে নেওয়া হয়েছে। মূলত ওপেনার হিসেবে তাকে বিবেচনা করেছি আমরা।‘
শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত আসা আল-আমিন অবশ্য উপেক্ষিতই থেকে গেছেন। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে দেশে ফিরে আসা এনামুল হকও নেই।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে তিনটি হবে ১৭, ১৯ ও ২২ এপ্রিল। দিবারাত্রির তিনটি ম্যাচেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, রনি তালুকদার ও আবুল হোসেন।