একই ব্যবধানে বার্সা-রিয়াল
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩০০তম গোলের আনন্দ জয় দিয়ে উদযাপন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রায়ো ভায়েকানোর বিপক্ষে তাঁর দল জিতেছে ২-০ গোলে। গোল পেয়েছেন লিওনেল মেসিও। তাঁর দল বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলমেরিয়াকে। দুই ফুটবল মহাতারকার গোল আর জয়ের রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান অপরিবর্তিত। রিয়ালের চেয়ে চার পয়েন্ট অগ্রগামিতা ধরে রেখে স্প্যানিশ লা লিগার শিরোপা ফিরে পাওয়ার পথে আরেক ধাপ এগিয়েছে বার্সা।
আগের ম্যাচে গ্রানাদাকে ৯-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে পাঁচ গোল করেছিলেন রোনালদো। বুধবার রাতে ভায়েকানোর ভায়েকাস স্টেডিয়ামেও স্পেনের সফলতম ক্লাবের জয়ের নায়ক পর্তুগিজ তারকা। অনেক সুযোগ নষ্ট করার পর ৬৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের ক্রস থেকে হেড করে মাইলফলক ছোঁয়ার আনন্দে মেতে ওঠেন ফিফা ব্যালন ডি’অর বিজয়ী। রোনালদোর আগে রিয়ালের পক্ষে ৩০০ গোল করার কৃতিত্ব ছিল শুধু দুজনের—দুই ‘গ্রেট’ আলফ্রেদো দি স্তেফানো (৩০৭) ও রাউল গঞ্জালেজের (৩২৩)। রোনালদোর ‘স্ট্রাইক রেট’ অবশ্য দুই বিখ্যাত পূর্বসূরির চেয়ে অনেক ভালো। রিয়ালের হয়ে রাউল ৭৪১ আর দি স্তেফানো ৩৯৬ ম্যাচ খেলেছিলেন। অন্যদিকে, বুধবার রোনালদো খেললেন মাত্র ২৮৮তম ম্যাচ।
৭৩ মিনিটে রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত করা গোলটিও রোনালদোর অবদানে ধন্য। তাঁর পাস থেকেই লক্ষ্যভেদ করেন হামেস রদ্রিগেজ। তবে জয় আর অর্জনের রাতে একটা তথ্য রোনালদোকে হতাশ করতে পারে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভায়েকানোর বক্সের মধ্যে অযথা ‘ডাইভ’ দিয়ে হলুদ কার্ড দেখেছিলেন। এ মৌসুমে কার্ড পাওয়ার ‘কোটা’ পূরণ হয়ে যাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রোনালদো। আর তা হলে আগামী শনিবার এইবারের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সমর্থকদের খুব বেশি উৎকণ্ঠায় রাখেনি বার্সা। ৩৩ মিনিটে মেসির দুর্দান্ত গোল এগিয়ে দেয় স্বাগতিকদের। ডান দিক দিয়ে বক্সের ভেতর ঢুকে পড়া আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে চলে যায় জালে।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে লুইস সুয়ারেজের গোলটাকে মেসির গোলের ‘কার্বন কপি’ই বলা যায়। ৭৫ মিনিটে জাভির কর্নার থেকে ডিফেন্ডার বারত্রার হেড আর ইনজুরি সময়ে পেদ্রোর পাস থেকে সুয়ারেজের দ্বিতীয় লক্ষ্যভেদ বড় জয় এনে দেয় কাতালানদের।
এ বছর সব প্রতিযোগিতা মিলে ২২ ম্যাচে ২০তম জয় পাওয়া বার্সা ৭৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। চার পয়েন্ট পেছনে থাকা রিয়ালের অবস্থান দ্বিতীয়। গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। তিন দলেরই আর আটটি করে ম্যাচ বাকি।