পাশে ছিলেন পাশেই থাকুন : মাশরাফি
‘আপনারা সব সময় আমাদের সঙ্গে ছিলেন। দলের ভালো সময়েও ছিলেন, খারাপ সময়েও ছিলেন। ভবিষ্যতেও এমনি করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের এই অনুপ্রেরণাকে পাথেয় করে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।’ শনিবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট অনুরাগীদের উদ্দেশে এমনি করেই কথাগুলো বলেন।
বিশ্বকাপে অসাধারণ সাফল্য পাওয়া মাশরাফিদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে একনজর দেখতে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। বাংলাদেশ অধিনায়ক তাই তো ধন্যবাদ জানাতে ভোলেননি দর্শকদের তাঁদের পাশে থাকার জন্য।
দর্শকরাই তাদের এগিয়ে যাওয়া উৎসাহ বলে মনে করেন মাশরাফি, ‘যতদিন বাংলাদেশের ক্রিকেট মাঠে থাকবে, ততদিন আপনাদের সহযোগিতা আমাদের পাশে থাকবে। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাদের অনুপ্রেরণা আমাদের সহস জোগাবে। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে নেবে।’
সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আসলে সবাই একসঙ্গে চেষ্টা করেছি বলেই বিশ্বকাপে এই সাফল্য পেয়েছি আমরা। আসন্ন পাকিস্তান সিরিজেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব বলে আমার বিশ্বাস।’
আগামী ১৩ এপ্রিল তিনটি ওয়ানডে, একটি টি-২০ এবং দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে এ সফর শুরু করবে পাকিস্তান। সিরিজের আগে এই সংবর্ধনা ক্রিকেটারদের ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন মাশরাফি, ‘সমনে পাকিস্তান সিরিজ। সিরিজের ঠিক আগমুহূর্তে এই সংবর্ধনা আমাদের ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। আশা করছি সব ক্রিকেটার আরো উজ্জীবিত হবে।’