সাক্ষাৎকার
অলিম্পিকে সাফল্য পাওয়াই লক্ষ্য : সিদ্দিকুর
দুটি এশিয়ান ট্যুর শিরোপাজয়ী গলফার সিদ্দিকুর রহমানের ঝুলিতে জমা পড়ল আরো একটি অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ইতিহাস গড়ে অলিম্পিকে যাচ্ছেন, তবে তাঁর লক্ষ্য বড় কোনো সাফল্য পাওয়া। তেমনটাই জানালেন এনটিভি অনলাইনকে।
প্রশ্ন : প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন, কেমন লাগছে?
সিদ্দিকুর : এটা অবশ্যই ভালোলাগার। আর আনন্দের তো বটেই। এই অানন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়, প্রথম বাংলাদেশি গলফার হিসেবে সরাসরি অলিম্পিকে খেলতে যাচ্ছি। শুধু আমার জন্যই নয়, পুরো দেশের জন্যই এটি একটি আনন্দের খবর।
প্রশ্ন : আপনি কি আত্মবিশ্বাসী ছিলেন যে সরাসরি খেলার সুযোগ পাবেন?
সিদ্দিকুর : এ বছর মে মাসে মরিশাস ওপেনে দ্বিতীয় হওয়ার পরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তখনই মনে হয়েছিল আমি হয়তো সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাব। শেষ পর্যন্ত এই সুযোগ পেয়েছি বলে নিজের ভালোলাগার মাত্রাটা আরো বেড়ে গেছে।
প্রশ্ন : এখন আপনার লক্ষ্য কী? অলিম্পিকের মতো আসরে সাফল্য পেতে আশাবাদী আপনি?
সিদ্দিকুর : আমার এখন একমাত্র লক্ষ্য নিজের সেরাটা খেলা। আমি যদি নিজের সেরাটা খেলতে পারি তাহলে সাফল্য পাওয়া সম্ভব। সেভাবেই নিজেকে তৈরি করছি আমি।
প্রশ্ন : এর জন্য আপনার প্রস্তুতি কেমন?
সিদ্দিকুর : প্রস্তুতি ভালোই। হাতে যত দিন সময় আছে এই সময়ের মধ্যে নিজেকে যতটুকু সম্ভব আরো ভালোভাবে তৈরি করে নেওয়া। সেভাবেই আমি অনুশীলন করে যাচ্ছি।
প্রশ্ন : হাতে সময় কম, এর মধ্যে কি সম্ভব অলিম্পিকের মতো আসরে নিজেকে তৈরি করে নেওয়া?
সিদ্দিকুর : আসলে বেশ কিছুদিন ধরেই আমি খেলার মধ্যে আছি। তা ছাড়া অনুশীলন তো চলছেই। সব মিলিয়ে আমি ভালোভাবেই তৈরি অলিম্পিকে খেলার জন্য।
প্রশ্ন : আপনার ফিটনেসের অবস্থা কেমন। যতটুকু জানি আপনার কোমরে একটা চোট আছে।
সিদ্দিকুর : এই মুহূর্তে আমার ফিটনেসের অবস্থা যথেষ্টই ভালো। কোমরের পুরোনো সেই চোট এখন অনেকটাই সেরে উঠেছে। আশা করছি অলিম্পিকের আগে বা অলিম্পিক চলাকালে এই চোট আমাকে খুব একটা ভোগাবে না।
প্রশ্ন : বেশ কিছুদিন ধরেই আপনার বড় কোনো সাফল্য নেই। অলিম্পিকে কি সম্ভব দেশের মুখ উজ্জ্বল করার মতো কিছু করা?
সিদ্দিকুর : হ্যাঁ, ঠিক বেশ কিছুদিন ধরেই আমার বড় কোনো সাফল্য নেই। গত মে মাসে মরিশাস ওপেনে অল্পের জন্য পারিনি তৃতীয় এশিয়ান ট্যুর শিরোপা জিততে। তবে অলিম্পিকে সরাসরি খেলতে পারাটা আমাদের জন্য বড় একটা অর্জন। আসরে ভালো কিছু করার লক্ষ্য থাকবেই।
প্রশ্ন : অলিম্পিকে অংশ নিতে কবে দেশ ছাড়বেন?
সিদ্দিকুর : অলিম্পিক গেমস শুরু ৫ আগস্ট থেকে। সবকিছু ঠিক থাকলে আমার লক্ষ্য ২ আগস্ট দেশ ছাড়ার।
প্রশ্ন : অলিম্পিকের মতো একটা বড় আসরে সরাসরি খেলতে যাচ্ছেন, নিশ্চয়ই দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চাইবেন?
সিদ্দিকুর : নিশ্চয়ই, দেশবাসীর ভালোবাসা ও সমর্থন আমার এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। সবার কাছেই দোয়া চাইব যেন দেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারি।