লর্ডসে ইয়াসিরের বিরল কীর্তি
ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন তিন মাসের জন্য। তার পরেই পড়েছিলেন ইনজুরির কবলে। ইংল্যান্ড সফরে থাকতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। তবে শেষ পর্যন্ত সব সন্দেহ-সংশয় উড়িয়ে দিয়ে দারুণভাবেই মাঠে ফিরেছেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। ‘ক্রিকেটের মক্কা’খ্যাত লর্ডসে প্রথমবারের মতো খেলতে নেমেই গড়েছেন বিরল এক কীর্তি।
ইয়াসিরের আগে লর্ডসের এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নিতে পেরেছেন মাত্র চারজন লেগস্পিনার। শেষবার এমন কীর্তি দেখা গিয়েছিল ১৯৩৩ সালে। ৮৩ বছর পর ক্রিকেট ইতিহাসের পঞ্চম লেগস্পিনার হিসেবে লর্ডসে ছয় উইকেট নিয়েছেন ইয়াসির। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ ওভার বোলিং করে ৭২ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন পাকিস্তানের এই লেগস্পিনার। ইয়াসিরের আগে এই কীর্তি করতে দেখা গেছে দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার (১৯০৭), অস্ট্রেলিয়ার ওয়ারউইক আর্মস্ট্রং (১৯০৯), ক্লারি গ্রিমেট (১৯৩০) ও ইংল্যান্ডের ওয়াল্টার রবিন্সকে (১৯৩৩)। লর্ডসে চারটি টেস্ট খেলে একবারও পাঁচ উইকেট নিতে পারেননি সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন।
লর্ডসে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের পাশেও এখন লেখা হচ্ছে ইয়াসিরের নাম। ৩২ রানে ছয় উইকেট নিয়ে শীর্ষে আছেন সাবেক ডানহাতি পেসার মুদাসসর নজর। লর্ডসে পাকিস্তানের আর মাত্র একজন বোলার নিতে পেরেছেন এক ইনিংসে ছয় উইকেট। ২০১০ সালে কুখ্যাত ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারির ম্যাচে এই কৃতিত্ব দেখিয়েছিলেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।