জাতীয় দলে নিয়মিত হওয়াই লক্ষ্য নাসিরের
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, সব ধরনের ক্রিকেটেই জাতীয় দলে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। এ বছর জাতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন নাসির হোসেন। তার কারণ অজানাই এই অলরাউন্ডারের কাছে। তাই নিজেকে ফিরে পেতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন তিনি।
সেই চেষ্টায় কিছুটা সাফল্যও পেয়েছেন নাসির। গত মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে স্বরূপে দেখা গেছে তাঁকে। রানার্সআপ প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে চারটি অর্ধশতকে ৭৫.৪২ গড়ে করেছেন ৫২৮ রান। আর বল হাতে নিয়েছেন ১৪ উইকেট।
প্রিমিয়ার লিগের এই পারফরম্যান্স নাসিরকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তাই এখন জাতীয় দলে নিয়মিত হাতে চান তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আসলে জাতীয় দলে থাকা না থাকা আমার হাতে নেই। এটা ম্যানেজমেন্টের বিষয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আমার লক্ষ্য ভালো কিছু করে ক্রিকেটের তিন সংস্করণেই খেলা।’
অন্যরা ভালো খেলায় জাতীয় দলে তাঁর ফেরাটা কঠিন হয়ে যাচ্ছে কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় দলে জায়গা ধরে রাখা সবার জন্যই কঠিন। কেউ বলতে পারবে না তাঁর জায়গা স্থায়ী। কে কখন জাতীয় দলে খেলবে তা বলা কঠিন। কারণ সবখানেই প্রতিযোগিতা বেড়েছে।’