সিরিজ জয়ে আত্মবিশ্বাসী সাকিব
পাকিস্তান আসার বেশ আগে, আইপিএলে খেলতে ভারতের পথে রওনার সময় এই সিরিজে বাংলাদেশকে ফেভারিট হিসেবে ঘোষণা করেছিলেন। সাকিব আল হাসানের সেই ঘোষণাই যেন প্রতিফলিত হলো প্রথম ম্যাচে। ৭৯ রানের সহজ জয়ে ১-০তে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে প্রথম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়া সাকিবের দৃঢ় বিশ্বাস, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে রোববার দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ ঘরে তুলতে সমস্যা হবে না।
শুক্রবার খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আজকের ম্যাচ জেতার পর খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পরের ম্যাচেও আমরা জিতব। বলা যায় আমরা এখন সিরিজ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে!’
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দুটো দুর্দান্ত সেঞ্চুরি এবং তৃতীয় উইকেটে দুজনের মধ্যে গড়ে ওঠা ১৭৮ রানের রেকর্ড জুটিতে বাংলাদেশের জয়ের ভিত রচিত। দীর্ঘ দিনের দুই সতীর্থর প্রশংসায় পঞ্চমুখ সাকিব, ‘৬৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর তামিম ও মুশফিক যে দৃঢ়তা দেখিয়েছে তা এক কথায় অসাধারণ। তামিমের সেঞ্চুরিটা দুর্দান্ত। মুশফিকও দারুণ খেলেছে।’
শুধু পাকিস্তান সিরিজ নয়, সাকিবের লক্ষ্য পরের সিরিজগুলোতেও ভালো খেলা, ‘এই জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস পুরো সিরিজেই ধরে রাখতে চাই আমরা। আর এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই সারা বছর। সামনে আরো অনেক সিরিজ খেলতে হবে আমাদের। বেশ কয়েকটি বড় দল আসবে বাংলাদেশে।’
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়ে ভীষণ হতাশ আজহার আলী। এই হারের জন্য বোলার-ফিল্ডারদের দায়ী করে পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণ ভালো। কিন্তু আজ আমাদের বোলাররা একদমই ভালো বল করতে পারেনি। বোলিং পাওয়ার প্লের সময় তারা বেশ খারাপ বল করেছে। ফিল্ডিংও ভালো হয়নি।
আমাদের কয়েকটি ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ বড় ইনিংস গড়েছে। এত বড় রান তাড়া করে জেতা সহজ নয়।’